খোল থেকে আস্ত নারকেল যেভাবে বের করবেন

খুব সহজেই শক্ত খোলের ভেতর থেকে আস্ত নারকেল বের করে নিয়ে আসতে পারেন। জেনে নিন কীভাবে খোল থেকে আস্ত নারকেল বের করবেন।  

ফ্রিজে রাখুন ১২ ঘণ্টা

  • খোলসহ নারকেল ১২ ঘণ্টা ডিপ ফ্রিজে রেখে দিন। ফ্রিজ থেকে বের করে গরম করুন। চুলার উপর মাঝখানের অংশ গরম করুন। ১ মিনিট পর হাতুড়ি দিয়ে আঘাত করলে আলগা হয়ে যাবে নারকেলের খোল। বের করে নিন ভেতরের আস্ত নারকেল।    
  • নারকেলের খোলের উপরে ছিদ্র করে পানি বের করে ফেলুন। প্রিহিট ওভেনে ১৫ মিনিট রাখুন খোলসহ নারকেল। ৪০০ ডিগ্রি ফারেনহাইট হতে হবে ওভেনের তাপ। ১৫ মিনিট পর বের করে দেখবেন নারকেলের খোল ফেটে গেছে। সাবধানে বের করবেন গরম নারকেল।

গরম নারকেল বের করুন সাবধানে

তথ্য: ফ্যাব হাউ