পাইপিংয়ের রং পোশাকে লেগেছে?

কাপড় ভিজিয়ে রেখে ধুয়ে দেওয়ার পর দেখলেন পাইপিং থেকে রং উঠে ছড়িয়ে গেছে পুরো পোশাকেই! শখের পোশাকটি নষ্ট হলো ভেবে মন খারাপ? খুব সহজেই পাইপিং থেকে ওঠা এই রং পোশাক থেকে দূর করতে পারেন। বিবিআনা ফ্যাশন হাউসের স্বত্বাধিকারী লিপি খন্দকার জানাচ্ছেন পোশাক থেকে পাইপিং এর রং দূর করার সহজ উপায়টি।

aid1265989-v4-728px-Wash-Clothes-without-a-Washing-Machine-Step-9-Version-3

সাধারণত গাঢ় রংয়ের পাইপিং থেকে রং উঠে পোশাকে লেগে যায়। এ ধরনের দাগ ওঠাতে রাতে ঘুমানোর আগে পানিতে ভিজিয়ে রাখুন পোশাক। সাধারণ পানিতে ভেজাবেন, ডিটারজেন্ট মেশানোর প্রয়োজন নেই। ধীরে ধীরে আশেপাশে লেগে যাওয়া রং উঠে যাবে। পরদিন সকালে কাপড় নিংড়ে রোদে শুকিয়ে নিন। দেখুন কেমন আগের মতো সুন্দর দেখাচ্ছে প্রিয় পোশাকটি!