লবণ যেভাবে দূর করে খুশকি

মাথায় চিরুনি দিলেই চুলের সঙ্গে ঝরে পড়ছে খুশকি? শ্যাম্পুর সঙ্গে লবণ মিশিয়ে ব্যবহার করুন, উপকার মিলবে ঝটপট! লবণ খুশকি দূর করার পাশাপাশি ময়লা ও মরা চামড়া দূর করে মাথার ত্বক থেকে। বাড়ায় চুলের বৃদ্ধিও।

লবণ
শ্যাম্পুর সঙ্গে লবণ
১ টেবিল চামচ মাইল্ড শ্যাম্পুর সঙ্গে আধা চা চামচ লবণ মিশিয়ে নিন। কুসুম গরম পানি দিয়ে চুল ভিজিয়ে লবণমিশ্রিত শ্যাম্পু ব্যবহার করুন। ঠাণ্ডা পানি দিয়ে ধুয়ে কন্ডিশনার ব্যবহার করুন। সপ্তাহে দুইবার ব্যবহার করতে পারেন এই শ্যাম্পু।
অলিভ অয়েল, লবণ ও লেবু
২ টেবিল চামচ অলিভ অয়েলের সঙ্গে ২ টেবিল চামচ মোটা দানার লবণ মিশিয়ে নিন। ২ টেবিল চামচ লেবুর রস মিশিয়ে নিন। চুল ভিজিয়ে মাথার ত্বকে ঘষে ঘষে লাগান মিশ্রণটি। ৫ মিনিট অপেক্ষা করে শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলুন। হেয়ার প্যাকটি সপ্তাহে দুইবার ব্যবহার করলে চুলের বৃদ্ধি বাড়বে।  
লবণমিশ্রিত পানি
মাথার ত্বকের মরা চামড়া ও অতিরিক্ত তেল দূর করবে এই দ্রবণ। ১ কাপ গরম পানিতে ৩ টেবিল চামচ লবণ মিশিয়ে নেড়ে নিন। পানি ঠাণ্ডা হলে চুল ধুয়ে আঙুলের সাহায্যে ম্যাসাজ করুন চুলের গোড়া। শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলুন।

তথ্য: বোল্ডস্কাই