দেশি পণ্য নিয়ে ঈদ মেলা

ঈদ উপলক্ষে দেশীয় পণ্য নিয়ে মেলা শুরু হচ্ছে আগামীকাল ৭ জুন। তিন দিনব্যাপী ‘মুক্তধারা ঈদ মেলা-২০১৮’ আয়োজিত হবে ছায়ানটের বিপরীত পাশে ভেনাস কনভেনশন হলে।

STORY6
মেলার আয়োজক মাহমুদুল সাহান জানান, ঈদে বিদেশী পণ্যের ভিড়ে যেন আমাদের দেশী পণ্যগুলো হারিয়ে না যায়, সেজন্যই এ ধরনের মেলার আয়োজন করা। দেশি, ঐতিহ্যবাহী এবং হস্তশিল্পজাত পণ্য পাওয়া যাবে একই একই প্ল্যাটফর্মে। ঈদে সর্বস্তরের ক্রেতাদের নিকট দেশি পণ্যের গ্রহণযোগ্যতা তৈরি করে নিজেদের ব্যবসার প্রচার বাড়ানোর জন্যই মূলত এই মেলার আয়োজন। মাহমুদ জানান, ৪০ জন দেশি পণ্যের উদ্যোক্তা তাদের পণ্য নিয়ে মেলায় অংশ নিচ্ছেন। স্টলগুলোতে পাওয়া যাবে হাতে তৈরি গয়না, দেশীয় পোশাক, ঘর সাজানোর পণ্য, হাতে আঁকা টিপসহ আরও অনেক কিছু।
৭ জুন সকাল এগারোটায় মেলার উদ্বোধন করবেন সংগীতজ্ঞ আজাদ রহমান, কণ্ঠশিল্পী খুরশিদ আলম, সেলিনা আজাদ এবং সংগীত সংগঠক ও প্রকৌশলী সেতারা চাঁদ সুলতানা।
মেলা চলবে ৯ জুন পর্যন্ত।