গোসলের পানিতে ভিনেগার মেশাবেন কেন?

আপেল সিডার ভিনেগারমিশ্রিত পানিতে গোসল করলে সমাধান হবে ত্বক ও চুলের নানা সমস্যার। এই ভিনেগারে রয়েছে ভিটামিন সি ও ভিটামিন বি। এছাড়া অন্যান্য প্রয়োজনীয় উপাদান পাওয়া যায় আপেল সিডার ভিনেগার থেকে। রিডার্স ডাইজেস্ট জানিয়েছে আপেল সিডার ভিনেগার মেশানো পানিতে নিয়মিত গোসল করার সুফল।

3-Benefits-of-an-Apple-Cider-Vinegar-Bath

  • ত্বকের পুড়েযাওয়া কালচে ভাব দূর করতে জুড়ি নেই আপেল সিডার ভিনেগারের।
  • ত্বকের পিএইচ লেভেল নিয়ন্ত্রণ করে।
  • চুলের যত্নে অতুলনীয় আপেল সিডার ভিনেগার। এটি খুশকি দূর করে। পাশাপাশি চুলের আগা ফাটা রোধ করে। চুল উজ্জ্বল ও ঝলমলে করে এটি।
  • ত্বকে থাকা ব্যাকটেরিয়া দূর করে আপেল সিডার ভিনেগার। পাশাপাশি ত্বকে নিয়ে আসলে কোমলতা।
  • ঘামের দুর্গন্ধ দূর করে এই ভিনেগার। অতিরিক্ত ঘেমে যাওয়াও কমায়।

যেভাবে পানিতে মেশাবেন ভিনেগার
বাথটাবে কুসুম গরম পানি ভর্তি করুন। ২ কাপ আপেল সিডার ভিনেগার মিশিয়ে নিন পানিতে। ২০ থেকে ৩০ মিনিট ভিনেগারমিশ্রিত পানিতে ডুবিয়ে রাখুন শরীর। চুলেও দিতে পারেন পানি। তবে চোখে যেন পানি না যায় সেদিকে লক্ষ রাখবেন।