গলায় মাছের কাঁটা বিঁধেছে?

হঠাৎ মাছের কাঁটা গলায় বিঁধে গেলে যারপরনাই পড়তে হয় বিড়ম্বনায়। গলায় মাছের কাঁটা বিঁধলে কয়েকটি ঘরোয়া পদ্ধতি অবলম্বন করতে পারেন কাঁটা দূর করার জন্য। তবে কাঁটা দূর না হলে অবশ্যই ডাক্তারের শরণাপন্ন হতে হবে।

10-Amazing-Natural-Remedies-For-Choking-Throat1

  • শুকনা ভাতের দলা গিলে খান। এটি কাঁটা নামানোর সবচেয়ে কার্যকর পদ্ধতি। শুকনা ভাত ছোট ছোট বল বানিয়ে গিলে ফেলুন। চিবিয়ে খাওয়া যাবে না।
  • গলায় মাছের কাঁটা আটকে গেলে হালকা গরম পানিতে সামান্য পরিমাণ লবণ মিশিয়ে পান করুন। এতে গলায় আটকা মাছের কাঁটা নরম হয়ে নেমে যায়।
  • অলিভ অয়েল খেতে পারেন। নেমে যাবে কাঁটা।
  • এক টুকরা লেবুতে সামান্য লবণ মিশিয়ে চুষে খান। কাঁটা নেমে যাবে।
  • পানির সঙ্গে অল্প পরিমাণ ভিনেগার মিশিয়ে পান করুন।
  • অনেক সময় কোল্ড ড্রিংক খেলেও দূর হয় গলায় বিঁধে থাকা মাছের কাঁটা।

তথ্য: নিউজ এইটিন