চুলের গ্রোথ বাড়ায় ভিটামিন ই তেল

ঘন ও লম্বা চুল কে না চায়? চুলের গ্রোথ বাড়াতে ব্যবহার করতে পারেন ভিটামিন ই ক্যাপসুল। এটি নিয়মিত ব্যবহারে চুল লম্বা হবে দ্রুত। পাশাপাশি উজ্জ্বল ও ঝলমলে হবে চুল। 

STORY6 চুলের যত্নে কেন ব্যবহার করবেন ভিটামিন ই অয়েল?

  • এতে থাকা অ্যান্টি- অক্সিডেন্ট ভেঙ্গে যাওয়া চুলের যত্নে অনন্য।
  • ভিটামিন ই তেল ফলিকেলস এর উন্নয়নের মাধ্যমে চুলের বৃদ্ধি বাড়ায়।
  • নতুন চুল গজাতে সাহায্য করে।
  • প্রাকৃতিক কন্ডিশনার হিসেবে কাজ করে ভিটামিন ই অয়েল।
  • চুলের অকালে পেকে যাওয়া রোধ করতেও ভূমিকা রাখে এটি।
  • চুলের গোড়ায় ভিটামিন ই অয়েল ম্যাসাজ করলে রক্ত সঞ্চালন বাড়ে। ফলে চুল বাড়ে দ্রুত।
  • চুলের গোড়া মজবুত করে কমায় চুল পড়া।
  • চুল করে নরম ও ঝলমলে।
  • চুলের আগা ফাটা রোধ করে।  

যেভাবে ব্যবহার করবেন ভিটামিন ই ক্যাপসুল

  • একটি ভিটামিন ই ক্যাপসুল ছিদ্র করে সরাসরি ঘষে ঘষে লাগান মাথার ত্বকে। একটু সময় নিয়ে ম্যাসাজ করবেন। মাথার যে অংশে চুল কমে যাচ্ছে, সেখানে ভালো করে ম্যাসাজ করবেন। ১ ঘণ্টা পর ভেষজ শ্যাম্পু ব্যবহার করে চুল ধুয়ে ফেলুন। চাইলে রাতে ঘুমানোর আগে ম্যাসাজ করতে পারেন এই তেল।
  • পরিমাণ মতো নারকেল তেলের সঙ্গে ৩টি ভিটামিন ই ক্যাপসুলের তেল মেশান। মিশ্রণটি সামান্য গরম করে চুলের আগা থেকে গোড়া পর্যন্ত লাগান। দুই ঘণ্টা রেখে শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলুন। সারারাত রাখলে আরও ভালো ফল পাবেন।
  • চুলের আগা ফাটা দূর করার জন্য কয়েকটি ভিটামিন ই ক্যাপসুল থেকে তেল সংগ্রহ করে হাতের তালুতে নিন। এবার চুলের আগায় লাগান এই তেল।