নারকেল তেলে আদার রস: চুল লম্বা হবে দ্রুত

চুলের যত্নে ঘরোয়া পদ্ধতি চমৎকার কাজে দেয়। অনেকের চুল সহজে বাড়তে চায় না। আবার খুশকি কিংবা চুল পড়ে যাওয়ার সমস্যায় ভোগেন কমবেশি অনেকেই। এসব সমস্যার সমাধান দিতে পারে আদার রসমিশ্রিত নারকেল তেল।   

STORY6
যেভাবে তৈরি করবেন
দুই/তিন ইঞ্চি আদার খোসা ছাড়িয়ে ছোট ছোট টুকরা করে কাটুন। ব্লেন্ডারে ব্লেন্ড করে নিন আদা। একটি বাটিতে ২ টেবিল চামচ নারকেল তেল নিন। পাতলা কাপড় কিংবা ছাঁকনির সাহায্যে আদা থেকে রস সংগ্রহ করে নারকেল তেলের সঙ্গে মেশান। নারকেল তেল সামান্য গরম করে নিতে পারেন। এতে আদার রস খুব সহজে মিশে যাবে। তবে সরাসরি ওভেনে কিংবা চুলায় গরম করবেন না তেল। একটি বড় বাটিতে ফুটন্ত পানি নিয়ে তার মধ্যে ছোট বাটিতে নারকেল তেল বসিয়ে গরম করুন। চাইলে তেলের এই মিশ্রণ সংরক্ষণ করতে পারেন কাচের বয়ামে। ফ্রিজে রাখতে পারবেন দুই সপ্তাহ পর্যন্ত। ব্যবহারের আগে ঝাঁকিয়ে নিন ভালো করে। তারপর বড় বাটিতে গরম পানি নিয়ে ডুবিয়ে রাখুন কিছুক্ষণ।
যেভাবে ব্যবহার করবেন
চিরুনির সাহায্যে জট ছাড়িয়ে নিন চুলের। চুলের আগা থেকে গোড়া পর্যন্ত লাগান তেল। চুলগুলো ভাগ করে নিতে পারেন। এতে সহজ হবে তেল ব্যবহার। ৫ মিনিট ম্যাসাজ করুন চুলের গোড়া। দেড় থেকে দুই ঘণ্টা অপেক্ষা করে ঠাণ্ডা পানি ও শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলুন চুল। শ্যাম্পু শেষে ব্যবহার করুন কন্ডিশনার। সপ্তাহে তিন থেকে চার দিন ব্যবহার করতে হবে এই তেল। এক মাসের মধ্যেই পেয়ে যাবেন ফল।
আদামিশ্রিত নারকেল তেল ব্যবহার করবেন কেন?

  • আদায় রয়েছে ম্যাগনেসিয়াম, ফরফরাস, পটাশিয়াম ও ভিটামিন যা স্বাস্থ্যোজ্জ্বল করে চুল।
  • চুলের গোড়া মজবুত করতেো জুড়ি নেই এর।
  • চুল পড়া কমাতে সাহায্য করে আদার রস।
  • চুলের গোড়ায় রক্ত সঞ্চালন বাড়ায়। ফলে চুল বাড়ে দ্রুত।
  • আদায় থাকা ফ্যাটি অ্যাসিড চুল ঘন করে।
  • খুশকি দূর করার চমৎকার উপায় এটি।
  • নারকেল তেলে থাকা ফ্যাটি অ্যাসিড প্রাকৃতিকভাবে ময়েশ্চারাইজ করে চুল।
  • চুল উজ্জ্বল, নরম ও ঝলমলে করে নারকেল তেল।
  • চুলের রুক্ষতা ও ভেঙ্গে যাওয়া রোধ করে আদামিশ্রিত তেল।