ছবিতে উন্মাদ উৎসব

দেশের জনপ্রিয় রম্য ম্যাগাজিন উন্মাদ পূর্ণ করেছে চল্লিশ বছর। এ উপলক্ষে ধানমন্ডির দৃক গ্যালারিতে চলছে পাঁচ দিনব্যাপী উন্মাদ উৎসব। ৫ জুলাই শুরু হওয়া এ উৎসবের শেষ দিন আজ ৯ জুলাই। উৎসবের প্রতিপাদ্য হচ্ছে ‘জগৎ জুড়িয়া শুধু ভেজালের ফাঁদ, তার মাঝে খাঁটি আছি আমি উন্মাদ। সেই ১৯৭৮ সাল থেকে।’ উৎসবে ভিড় করছেন পাঠকরা। আসছেন দেশবরেণ্য ব্যক্তিরাও। উৎসবে রয়েছে উন্মাদের বিভিন্ন প্রকাশনা, টি-শার্ট, মগ ও অন্যান্য উপকরণ নিয়ে স্টল। রয়েছে ফ্রি চায়ের স্টল,  উন্মাদ আসন, মন্তব্য লেখার বোর্ড, উন্মাদের স্যুভেনির, সাংস্কৃতিক অনুষ্ঠানসহ নানা আয়োজন। উন্মাদ কার্টুনিস্টরা এঁকে দিচ্ছেন ক্যারিকেচার। চলছে অটোগ্রাফ, সেলফি আর উন্মাদের পাঠক-ভক্তদের আড্ডা। বাংলা ট্রিবিউনের আলোকচিত্রী সাজ্জাদ হোসেনের ক্যামেরায় দেখুন উন্মাদ উৎসবের ঝলক। উন্মাদ উৎসব- ১

উন্মাদ উৎসব- ২

উন্মাদ উৎসব- ৩

উন্মাদ উৎসব- ৪

উন্মাদ উৎসব- ৫

উন্মাদ উৎসব- ৬

উন্মাদ উৎসব- ৭

উন্মাদ উৎসব- ৮

উন্মাদ উৎসব- ৯

উন্মাদ উৎসব- ১০ উন্মাদ উৎসব- ১১ উন্মাদ উৎসব- ১১ উন্মাদ উৎসব- ১২