লেজারে কমবে স্থূলতা

Dr. Jhumu Khan laser medical center (Collected from internet) (1)খাদ্যাভ্যাসের পরিবর্তন ও ব্যায়ামের মাধ্যমে শরীরের ওজন নিয়ন্ত্রণ করা যায় কিন্তু বডিশেপ ঠিকমতো হয় না। তাই কাঙ্ক্ষিত বডি শেপিংয়ের জন্য প্রয়োজন অত্যাধুনিক ট্রিটমেন্ট।

ডা. ঝুমু খান’স লেজার মেডিকেল দিচ্ছে বডি শেপিংয়ের জন্য অত্যাধুনিক নন-সার্জিক্যাল ট্রিটমেন্ট ‘আল্ট্রাসনিক লাইপোলাইসিস’। এই ট্রিটমেন্টের আল্ট্রাসাউন্ড ওয়েভের মাধ্যমে বডির নির্দিষ্ট এরিয়ার ফ্যাট সেলগুলো ভেঙে দেওয়া হয়।

এর সঙ্গে ফ্যাট সেলগুলো ড্রেইনেজের জন্য দেওয়া হয় ইউএমডি। যার ফলে বডির কাঙ্ক্ষিত আকৃতি অর্জন করা সম্ভব হয়।

ডা. ঝুমু খান’স লেজার মেডিকেল সেন্টারে ট্রিটমেন্টের পাশাপাশি স্থূলতা অনুযায়ী সুষম খাদ্য তালিকা সম্পর্কে পরামর্শ দেয়া হয়, ফলশ্রুতিতে সহজেই ওজন কমবে কিন্তু শরীরের চাহিদা মতো পুষ্টিগুণ ঠিক থাকবে।

এছাড়াও স্থূলতা বা মেদ সমস্যা সমাধানে অত্যাধুনিক ট্রিটমেন্ট ‘বাইকম থেরাপি’ দেওয়া হয়।