ক্যাস্টর অয়েলের যে হেয়ার প্যাক ব্যবহার করবেন রাতে

সারাদিন কেটে যায় ব্যস্ততায়, রূপচর্চা করার সময়ই পাওয়া যায় না। নিয়মিত অযত্নে যেমন প্রাণ হারায় ত্বক, তেমনি বিবর্ণ হয়ে পড়ে চুলও। ক্যাস্টর অয়েলের একটি হেয়ার প্যাক রাতে ঘুমানোর আগে ব্যবহার করতে পারেন চুলে। নিয়মিত ব্যবহারে জৌলুস ফিরবে চুলের।

sleeping-mask
একটি বাটিতে আধা কাপ ক্যাস্টর অয়েল নিন। ১টি লেবুর রস ও ২ টেবিল চামচ অ্যালোভেরার জেল মিশিয়ে ভালো করে নেড়ে নিন মিশ্রণটি। রাতে ঘুমানোর আগে চুলের আগা থেকে গোড়া পর্যন্ত ম্যাসাজ করুন। শাওয়ার ক্যাপ পরে নিন। পরদিন সকালে মাইল্ড শ্যাম্পু দিয়ে চুল ধুয়ে কন্ডিশনার ব্যবহার করুন।
কেন ব্যবহার করবেন হেয়ার প্যাকটি?

  • চুল পড়া বন্ধ করতে কার্যকর ক্যাস্টর অয়েলের এই হেয়ার প্যাক।
  • অ্যালোভেরা প্রাকৃতিকভাবে ময়েশ্চারাইজ করবে চুল।
  • খুশকি দূর হবে।
  • লেবুর রস মাথার ত্বকের পিএইচ নিয়ন্ত্রণে ভূমিকা রাখে।
  • চুলের বৃদ্ধি দ্রুত হয়।
  • ক্যাস্টর অয়েলে থাকা ফ্যাটি অ্যাসিড চুল করে ঝলমলে ও স্বাস্থ্যোজ্জ্বল।  

তথ্য: দ্য ইন্ডিয়ান স্পট