ঘরোয়া উপায়ে নখ মজবুত করবেন যেভাবে

কাজ করতে গিয়ে হুটহাট নখ ভেঙ্গে যাওয়ার সমস্যায় পড়েন অনেকে। ভঙ্গুর নখ খুব সহজেই ভেঙ্গে যায়। এছাড়া খুব সহজে বাড়েও না এই ধরনের নখ। একটি ঘরোয়া পদ্ধতি অবলম্বন করে নখ করতে পারেন মজবুত ও সুন্দর। নখচর্চার পাশাপাশি ডায়েট চার্টে পুষ্টিকর খাবার রাখার বিকল্প নেই। প্রচুর পরিমাণে শাকসবজি, ফল ও প্রোটিন সমৃদ্ধ খাবার খাওয়া চাই। কাপড় ধোয়া কিংবা গৃহস্থালি কাজ করার সময় হাতে গ্লাভস পরতে ভুলবেন না।

nails-soak-1
যেভাবে তৈরি ও ব্যবহার করবেন প্রাকৃতিক উপাদানের তৈরি প্যাক  
খানিকটা কমলার রস নিন। আরও লাগবে ২ কোয়া রসুন ও আধা চা চামচ অলিভ অয়েল। রসুনের কোয়া থেকে রস সংগ্রহ করে কমলার রসের সঙ্গে মেশান। মিশ্রণে নখ ডুবিয়ে রাখুন ১০ মিনিট। নখ উঠিয়ে অলিভ অয়েল লাগান। অপেক্ষা করুন আরও ১৫ মিনিট। হ্যান্ডওয়াশ দিয়ে হাত ধুয়ে মুছে ত্বকের ধরন অনুযায়ী ময়েশ্চারাইজার লাগান। সপ্তাহে দুই থেকে তিনবার নখে ব্যবহার করুন এই মিশ্রণ। এটি নখের শুষ্কতা দূর করার পাশাপাশি নখের দ্রুত বৃদ্ধিতেও সাহায্য করবে।