আলুর রস যেভাবে বাড়ায় চুলের বৃদ্ধি

ভেঙে যাওয়া রুক্ষ চুল সহজে বাড়তে চায় না। ঘরোয়া যত্নে চুলের জৌলুস ফেরাতে পারেন। আলুর রসের তৈরি হেয়ার প্যাক নিয়মিত ব্যবহারে চুল যেমন দ্রুত বাড়বে, তেমনি মজবুত হবে চুলের গোড়াও।

50492533859993145211
একটি আলু থেকে রস সংগ্রহ করুন। আলুর খোসা ছাড়ানোর দরকার নেই। কারণ আলুর খোসা থেকেও প্রচুর পরিমাণে ভিটামিন পাওয়া যায়। ২ টেবিল চামচ অ্যালোভেরার জেল মিশিয়ে নিন। মিশ্রণটি একটি স্প্রে বোতলে নিয়ে ভালো করে ঝাঁকান। চুলের আগা থেকে গোড়া পর্যন্ত স্প্রে করুন। চুলের গোড়া ম্যাসাজ করুন। আধা ঘণ্টা অপেক্ষা করে কুসুম গরম পানি দিয়ে ধুয়ে ফেলুন।
আলুর রস কেন ব্যবহার করবেন চুলে?

  • আলুর রস চুলের বৃদ্ধি বাড়াতে সাহায্য করে।
  • সিল্কি ও মজবুত করে চুল।
  • খুশকি দূর করতে সাহায্য করে।
  • চুল পড়া বন্ধ করে।

তথ্য: দ্য ইন্ডিয়ান স্পট