কাপড় ও আসবাব থেকে দাগ ওঠাবেন যেভাবে

কাপড় কিংবা আসবাবে দাগ লেগেছে? জেনে নিন খুব সহজে কীভাবে এসব দাগ দূর করবেন।  

Remove-Caulking-Stains-from-Clothes-Step-10

  • কফির দাগ দূর করতে দাগের উপর ভিনেগার দিয়ে রেখে দিন কিছুক্ষণ। সাধারণভাবে ধুয়ে ফেলুন। দূর হবে দাগ।
  • কাঠের আসবাব থেকে নেইল পলিসের দাগ দূর করতে নেইল পলিস পড়ার সঙ্গে সঙ্গে এক চা চামচ চিনি দিয়ে দিন উপরে। এবার কাপড় দিয়ে মুছে ফেলুন। উঠে যাবে নেইল পলিস।
  • সাদা কাপড়ে কমলের কালির দাগ লেগেছে? দাগের নিচে একটি কাপড় বিছিয়ে নিন। দাগের উপর গ্লাস ক্লিনার স্প্রে করুন কিছুক্ষণ পর ডিটারজেন্ট দিয়ে ভিজিয়ে ধুয়ে ফেলুন।
  • সাদা কাপড় থেকে লিপস্টিকের দাগ দূর করতে হেয়ার স্প্রে ছিটিয়ে দিন উপরে। আরেকটি নরম কাপড় দিয়ে ঘষুন। উঠে যাবে দাগ। এছাড়া নেইল পলিস রিমুভার দিয়েও দাগ ওঠাতে পারেন।
  • কাপড়ে চুইংগাম লাগলে ওপরে এক টুকরা বরফ রেখে দিন। বরফ গলে যাওয়ার পর সহজেই উঠিয়ে ফেলুন চুইংগাম।
  • কাপড় থেকে ঘামের দাগ দূর করতে অ্যাসপিরিন ট্যাবলেট গুঁড়া করে পানি মিশিয়ে নিন। মিশ্রণটি দাগের উপর ঘষুন। কিছুক্ষনপ ওর পরিষ্কার করে ধুয়ে ফেলুন।
  • কাপড় থেকে সসের দাগ দূর করতে দাগের উপর বেকিং সোডা ছিটিয়ে দিন। উপরে লিকুইড ডিটারজেন্ট দিয়ে ভিনেগার ও ব্রাশের সাহায্যে ঘষে উঠিয়ে ফেলুন দাগ।