চুল সিল্কি করে কলার হেয়ার প্যাক

রুক্ষ ও শুষ্ক চুলের যত্নে পাকা কলার তৈরি হেয়ার প্যাক খুবই কার্যকর। এটি নিয়মিত ব্যবহারে চুল হবে নরম ও ঝলমলে।

Banana-Hair-mask

যেভাবে তৈরি করবেন

  • একটি পাকা কলা চটকে নিন।
  • ১টি লেবুর রস মিশিয়ে মিহি করুন মিশ্রণ। প্রয়োজনে ব্লেন্ড করে নিতে পারেন।
  • ১ টেবিল চামচ নারকেল তেল মিশিয়ে নেড়ে নিন।

যেভাবে ব্যবহার করবেন হেয়ার প্যাক

  • শ্যাম্পু দিয়ে ধুয়ে নিন চুল।
  • চুল ভাগ করে আগা থেকে গোড়া পর্যন্ত লাগান হেয়ার প্যাকটি।
  • শাওয়ার ক্যাপ দিয়ে ঢেকে নিন চুল।
  • ৪৫ মিনিট অপেক্ষা করে কুসুম গরম পানি দিয়ে ধুয়ে ফেলুন চুল।
  • সপ্তাহে কয়েকবার ব্যবহার করতে পারেন কলার হেয়ার প্যাক।

কলার হেয়ার প্যাক ব্যবহার করবেন কেন?

  • কলাতে রয়েছে ভিটামিন এ, সি এবং ই। এসব উপাদান চুল ঝলমলে করে।
  • প্রচুর পরিমাণে অ্যান্টি-অক্সিডেন্ট রয়েছে কলায় যা চুলের বৃদ্ধি বাড়ায়।
  • চুল ঝলমলে ও সুন্দর করে।
  • খুশকি দূর করে।
  • চুলের আগা ফাটা রোধ করে।
  • লেবুর অ্যাসিডিক উপাদান চুলের গোড়ায় থাকা জীবাণু দূর করে।
  • চুলের গোড়া মজবুত করে।

তথ্য: বোল্ডস্কাই