পরিষ্কার ও উজ্জ্বল ত্বকের জন্য মেথির ফেসপ্যাক

ত্বকের যত্নে মেথির ব্যবহার বেশ পুরনো। মেথির ফেসপ্যাক নিয়মিত ব্যবহারে ত্বকে আসে প্রাকৃতিক উজ্জ্বলতা। এছাড়া লোমকূপের ভেতর থেকে ময়লা বের করে ত্বক পরিষ্কার ও কোমল রাখে এটি।

Grapc
যেভাবে তৈরি ও ব্যবহার করবেন মেথির ফেসপ্যাক

  • ১ কাপ মেথির বীজ ২ কাপ পানিতে ভিজিয়েরাখুন সারারাত।
  • পরদিন আরও আধা কাপ পানি দিয়ে চুলায় ফুটিয়ে ঠাণ্ডা করুন। ঠাণ্ডা হলে ছেঁকে নিন। পানিটুকু সংরহে রাখুন। এটি চুলে ব্যবহার করতে পারেন।
  • সেদ্ধ করা মেথি বীজ ব্লেন্ড করে নিন। পেস্টটি আঠালো হবে।
  • হাত ভিজিয়ে নিন ত্বকে ব্যবহারের আগে। ভেজা হাত দিয়ে চেপে চেপে ত্বকে লাগান মেথির ফেসপ্যাক।
  • ১ ঘণ্টা অপেক্ষা করে ঘষে ঘষে উঠিয়ে ফেলুন মাস্ক। মাইল্ড ক্লিনজার দিয়ে মুখ পরিষ্কার করে ময়েশ্চারাইজার লাগান।
  • সপ্তাহে দুইবার ব্যবহার করুন ফেসপ্যাকটি।

ত্বকের যত্নে মেথির ফেসপ্যাক ব্যবহার করবেন কেন?

  • ত্বক নরম ও কোমল করে মেথির এই ফেসপ্যাক।
  • ত্বক উজ্জ্বল ও সুন্দর করে।
  • মেথিতে থাকা প্রোটিন, ভিটামিন সি, ফাইবার, আয়রন ও পটাশিয়াম ত্বকের যত্নে অনন্য।
  • ত্বকে থাকা জীবাণু দূর করতে সাহায্য করে।
  • ত্বকের তেলতেলে ভাব দূর করে।

তথ্য: দ্য ইন্ডিয়ান স্পট