উকুন দূর করবেন যেভাবে

বাড়িতে একজনের মাথায় উকুন হলেই নিমিষে ছড়িয়ে পড়ে অন্যদের মাথায়। চুলকানি থেকে শুরু করে চুল পড়ে যাওয়ার মতো সমস্যার অন্যতম কারণ উকুন। জেনে নিন ঘরোয়া উপায়ে উকুন দূর করবেন কীভাবে।

nits-1_3412599b

  • গোসলের সময় দেড় লিটার পানিতে ১ চা চামচ লবণ মিশিয়ে চুল ধুয়ে ফেলুন। ৫ মিনিট অপেক্ষা করে চুলের গোড়া সামানয ম্যাসাজ করে ধুয়ে ফেলুন। দূর হবে উকুন।
  • পেঁয়াজের রস ঘষে ঘষে চুলের গোড়ায় লাগান। শাওয়ার ক্যাপ পরে অপেক্ষা করুন কয়েক ঘণ্টা। চিকন দাঁতের চিরুনি দিয়ে চুল আঁচড়ে শ্যাম্পু করে ফেলুন।
  • মাউথ ওয়াশ চুলের গোড়ায় ম্যাসাজ করুন। তোয়ালে দিয়ে চুল জড়িয়ে রাখুন। ২ ঘণ্টা পর শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলুন চুল।
  • নিয়মিত নিমের তেল ব্যবহার করলেও মুক্তি পাবেন উকুনের উপদ্রব থেকে।

তথ্য: বোল্ডস্কাই