ঘামের দুর্গন্ধ দূর করে লেবু

অতিরিক্ত ঘামার প্রবণতা রয়েছে অনেকেরই। ঘামের তীব্র গন্ধ নিয়েও বিব্রতকর পরিস্থিতিতে পড়তে হয় তাদের প্রায় সময়ই। হাতের কাছে থাকা কিছু উপাদানের সাহায্যে প্রাকৃতিকভাবেই দূর করতে পারেন ঘামের দুর্গন্ধ। জেনে নিন কীভাবে।

aid1110932-v4-728px-Fix-Excessive-Underarm-Sweating-Step-8-Version-2

  • লেবু অর্ধেক করে কেটে বগলে ঘষে নিন। লেবু অর্ধেক করে কেটে লবণ ছিটিয়ে ঘষলেও উপকার পাবেন। ১০ মিনিট অপেক্ষা করে পানি দিয়ে ধুয়ে ফেলুন। দূর হবে ঘামের দুর্গন্ধ।  
  • ১ কাপ পানিতে ২ টেবিল চামচ বেকিং সোডা মিশিয়ে স্প্রে বোতলে ভরে রেখে দিন। এই মিশ্রণ বগলে স্প্রে করে নিন
  • চায়ে থাকে ট্যানিন যা ঘামের দুর্গন্ধ দূর করতে সাহায্য করে। পানিতে একটু বেশি করে চা পাতা দিয়ে ১০ মিনিট ফোটান। ছেঁকে ঠাণ্ডা করুন। বগলে মিশ্রণটি লাগান। দূর হবে ঘামের দুর্গন্ধ।
  • তুলা ভিনেগারে ভিজিয়ে বগলে লাগিয়ে রাখুন ১০-১৫ মিনিট। পানি দিয়ে ধুয়ে ফেলুন।
  • বগলে টমেটোর রস লাগালেও দূর হবে বিব্রতকর ঘামের দুর্গন্ধ।

তথ্য: নিউজ এইটিন