তেলাপোকা দূর করবেন যেভাবে

বিরক্তিকর তেলাপোকা বহন করে নানা রোগের জীবাণু। বাসাবাড়িতে তেলাপোকার আনাগোনা অত্যন্ত অস্বাস্থ্যকর। জেনে নিন কীভাবে তেলাপোকামুক্ত করবেন বাসা। 

Roaches-1

  • বোরাক্স ও চিনি একসঙ্গে মিশিয়ে নিন। ৩ ভাগ বোরাক্স ও ১ ভাগ চিনি নেবেন। রাতে ঘুমানোর আগে মিশ্রণটি তেলাপোকার আনাগোনা বেশি যেখানে, সেখানে ছড়িয়ে দিন। রান্নাঘর, বেসিনের নিচের সঙ্গে ছড়িয়ে দিতে পারেন এটি। পরদিন দেখবেন অনেক তেলাপোকা মরে গেছে। এটি পরপর বেশ কয়েকদিন ব্যবহার করুন ঘরের তেলাপকা দূর করার জন্য।
  • ১ চা চামচ নিম অয়েল ও পানি একটি স্প্রে বোতলে নিন। রাতে তেলাপোকা বেশি দেখা যায় এমন স্থানে স্প্রে করুন। নিম পাউডার ছিটিয়ে দিলেও উপকার পাবেন।
  • ২৫০ মিলি পানিতে ৪ চা চামচ স্যাভলন মিশিয়ে একটি স্প্রে বোতলে নিন। ভালো করে ঝাঁকিয়ে যেখানে তেলাপোকার আনাগোনা বেশি সেখানে স্প্রে করুন। তেলাপোকা ও পিঁপড়া দূর হবে। এক সপ্তাহ টানা এভাবে স্প্রে করলে আর ফিরে আসবে না তেলাপোকা।   
  • ওয়ারড্রবে তেলাপোকার অত্যাচার না চাইলে কাপড়ের ভাঁজে ভাঁজে রেখে দিন ন্যাপথালিন।

জেনে নিন

  • তেলাপোকার আনাগোনা শুরু হওয়ার সময়ই এসব ঘরোয়া পদ্ধতি অবলম্বন করুন। তেলাপোকা অতিরিক্ত বেড়ে গেলে এগুলো কাজ করবে না।
  • ঘর তেলাপোকামুক্ত রাখতে চাইলে পরিষ্কার পরিচ্ছন্নতার বিকল্প নেই।