ফিটনেস সচেতনদের জন্য জিপিএস স্মার্ট ওয়াচ

আমেরিকান মাল্টিন্যাশনাল টেকনোলজিক্যাল কোম্পানি গারমিন বিশ্বব্যাপী পরিচিত জিপিএস টেকনোলজির কারণে। এই টেকনোলজি ব্যবহার করা হয় বিমান, জাহাজ ও গাড়িতে। আন্তর্জাতিক বাজারে। সম্প্রতি আমেরিকার এই কোম্পানি ‘গারমিন স্মার্ট ওয়াচ’ নিয়ে এসেছে বাংলাদেশে। এ উপলক্ষে গারমিন বাংলাদেশ টেরিটোরির অথোরাইজড ডিস্ট্রিবিউটর অ্যাসট্রাম টেকনোলজিস (বিডি) গুলশানের ব্রুস অ্যান্ড বাইটস রেস্টুরেন্টে আয়োজন করে জমকালো অনুষ্ঠানের।

39239665_926197880913310_849156936120139776_n

এতে উপস্থিত ছিলেন গারমিন সিঙ্গাপুরের সেলস ডিরেক্টর জনি কোহ, ব্রাইটেক্স প্রাইভেট লিমিটেডের (হংকং) পরিচালক বজলুল কাদের হেলাল, অ্যাসট্রাম টেকনোলজিসের (বিডি) ম্যানেজিং পার্টনার প্রকৌশলী মিজানুর রশিদ চৌধুরী ও ঢাকা রিপাবলিকের সত্ত্বাধিকারী মোস্তফা কামাল শাহিন। অনুষ্ঠানে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে ‘গারমিন’ সম্পর্কিত নানা তথ্য তুলে ধরেন জনি কোহ।

বিশ্বব্যাপী জনপ্রিয় গারমিন স্মার্ট ঘড়ি দেশীয় গ্রাহকদের কাছে সহজ ও সুলভ মূল্যে পৌঁছে দিতে দেশব্যাপী বাজারজাতকরণের উদ্যোগ গ্রহণ করেছে অ্যাসট্রাম টেকনোলজিস (বিডি)।
প্রাথমিকভাবে বেশকিছু আকর্ষণীয় মডেল বাজারে আনছে অ্যাসট্রাম টেকনোলজিস (বিডি)। এগুলোকে মাল্টিস্পোর্ট জিপিএস স্মার্ট ওয়াচ বলা হয়ে থাকে। যা মূলত অ্যাথলেটিক, অ্যাডভেঞ্চার ও ফিটনেস সচেতন মানুষের কথা মাথায় রেখে তৈরি করা হয়েছে। প্রতিটি মডেলে একটি হার্টবিট রেট সেন্সর ব্যাবহার করার ফলে হার্টবিট রেট, স্ট্রেস লেভেল এবং স্লিপ মনিটরিংসহ নানা রকম তথ্য পাওয়া যায়। এগুলো ৫০ থেকে ১০০ মিটার পর্যন্ত কাজ করে এবং নেভিগেশন সুবিধা দেওয়ার জন্য ৩টি স্যাটেলাইট ব্যবহার করা হয়ে থাকে। প্রাথমিক পর্যায়ে এই পণ্যটি  গুলশানের ঢাকা রিপাবলিক, বসুন্ধরা সিটি শপিংমল ও যমুনা ফিউচার পার্কের গারমিন কনসেপ্ট স্টোরে পাওয়া যাবে। এছাড়াও দারাজ, কিকশা, পিকাবো, বাগডুম ডট কমসহ দেশের অধিকাংশ অনলাইন শপিং সাইট থেকেও ২১ হাজার ৯০০ টাকা থেকে শুরু করে ৯০ হাজার টাকা মূল্যে ক্রয় করা যাবে গারমিন স্মার্ট ওয়াচ।
বাংলাদেশে গারমিন স্মার্ট ওয়াচের শুভ যাত্রা উপলক্ষে ক্রেতারা ২১ আগস্ট পর্যন্ত গুলশানের ঢাকা রিপাবলিকস্থ গারমিন কনসেপ্ট স্টোরে ১০% ডিসকাউন্ট সুবিধায় গারমিন স্মার্ট ওয়াচ ক্রয় করতে পারবেন।