ঈদের প্রস্তুতি

ছুরি-চাপাতির খোঁজখবর

দুয়ারে এসে পড়েছে কোরবানির ঈদ। পশু তো কেনা হয়েছে, কোরবানি দেওয়ার আনুষাঙ্গিক জিনিষপত্র কিনেছেন তো? কারওয়ান বাজার ঘুরে দেখা গেছে, কোরবানির জন্য দা, বটি, ছুরি, চাপাতি, খাইট্টাসহ প্রয়োজনীয় সকল পণ্যের চাহিদা বাড়তে শুরু করেছে, তাই বেড়েছে কামারদের ব্যস্ততা।

kkk
বাজার ঘুরে দেখা যায়, পশু জবাইয়ের ছোট-বড় ছুরি পাওয়া যাচ্ছে ৩০০ থেকে ৬০০ টাকার মধ্যে। এছাড়াও চাপাতি বিক্রি হচ্ছে ৫০০ থেকে ৮০০ টাকা কেজি দরে। হাড় কাটার জন্য চাইনিজ কুড়াল পাওয়া যাচ্ছে ৪৫০ থেকে ১ হাজার টাকার মধ্যে। চামড়া ছাড়ানো ও মাংস কাটার ছুরি পাওয়া যাচ্ছে ৫০ থেকে ২৫০ টাকার মধ্যে। এছাড়াও তেঁতুল গাছের গুঁড়ি দিয়ে তৈরি খাইট্টা পাওয়া যাচ্ছে ৪৫০ টাকা থেকে ১ হাজার টাকার মধ্যে। চাটাই পাওয়া যাচ্ছে ৫০ থেকে ১৫০ টাকার মধ্যে।

single pic template-1
কারওয়ান বাজারের কামার পট্টির ব্যবসায়ী ইস্কান্দার জানান, ছুরি, চাপাতি ও খাইট্টা কোরবানির ঈদ ছাড়া তেমন বিক্রি হয় না। তাই চাহিদার উপর ভিত্তি করে এই সময়ই এগুলো বানানো হয় বেশি পরিমাণে। তিনি জানালেন ক্রেতারা ভিড় করছেন বাজারে এগুলো কেনার জন্য। ঈদের আগের রাত পর্যন্ত চলবে বেচাকেনা।
কোরবানির জন্য প্রয়োজনীয় এসব পণ্য কারওয়ান বাজারের পাশাপাশি পাওয়া যাবে গাবতলী, খিলগাঁও, জিঞ্জিরা ও মিরপুরেও।