যত্নে থাকুক হাত

কোরবানির ঈদ মানেই কাজের ব্যস্ততা। ঈদের ব্যস্ততায় হাতের ত্বক যেন রুক্ষ না হয়ে পড়ে সেজন্য ঈদের আগে-পরে খানিকটা বাড়তি যত্নের প্রয়োজন আপনার হাত দুটোর।

হাতের চাই খানিকটা বাড়তি যত্ন

  • মাংস কাটার সময় কিংবা প্যাকেট করার সময় অবশ্যই হাতে গ্লাভস পরে নেবেন।
  • রান্না বা গোছগাছের কাজ শেষ হলে হাত কুসুম গরম পানি দিয়ে ধুয়ে নিন।
  • রাতে ঘুমানোর আগে লাইট কোনও হ্যান্ড ময়েশ্চারাইজার ব্যবহার করুন। ময়েশ্চারাইজারের সঙ্গে সামান্য পেট্রোলিয়াম জেলি ব্যবহার করলেও উপকার পাবেন।
  • ১ চা চামচ অলিভ অয়েলের সঙ্গে চিনি মিশিয়ে হাতের ত্বক ঘষে ঘষে পরিষ্কার করুন। এতে হাতের মরা চামড়া দূর হবে ও কোমল হবে হাত।
  • নখ যেন অতিরিক্ত বড় না থাকে সেদিকে লক্ষ রাখা জরুরি।
  • ভিটামিন ই অয়েল নখে ঘষে ঘষে লাগান।
  • অতিরিক্ত পানি নাড়া ও কাজ করার ফলে হাতের ত্বক শুষ্ক ও রুক্ষ হয়ে পড়ে। এজন্য মেনিকিওর করিয়ে নিতে পারেন ঈদের ব্যস্ততা শেষ হলেই।    
  • অ্যাভোকাডোর সঙ্গে ডিম মিশিয়ে একটি প্যাক তৈরি করে ব্যবহার করতে পারেন হাতে। এটি ত্বকের শুষ্কতা দূর করবে।
  • ১ চা চামচ লেবুর রসের সঙ্গে ৫ ফোঁটা গোলাপজল মিশিয়ে হাতের ত্বকে ম্যাসাজ করুন। ১৫ মিনিট পর ধুয়ে ফেলুন।
  • শসার রসের সঙ্গে কয়েক গতা গ্লিসারিন মিশিয়ে হাতের ত্বকে ঘষে ঘষে লাগান। কিছুক্ষণ পর ধুয়ে মুছে ফেলুন।