ঈদ রেসিপি

বাগাড়ে খাসির মাংস

পশু কোরবানির কাজ নিশ্চয় এরমধ্যেই শেষ হয়ে গেছে। এবার পালা মাংস রান্নার। জেনে নিন বাগাড়ে খাসির মাংস কীভাবে রান্না করবেন।

বাগাড়ে খাসির মাংস

উপকরণ

খাসির মাংস- ১ কেজি 

পেঁয়াজ বাটা- ১ টেবিল চামচ 

রসুন বাটা- ১ টেবিল চামচ 

আদা বাটা- ১ টেবিল চামচ 

সাদা তিল বাটা- ১ টেবিল চামচ 

টক দই- ৩ টেবিল চামচ 

গোলমরিচের গুঁড়া- ১ চা চামচ 

পেঁয়াজ রিং করে কাটা- ১/৪ কাপ 

শুকনা মরিচ- ৫/৬টি 

রসুন কুচি- ১ টেবিল চামচ 

সরিষার তেল- ১/৪ কাপ 

লবণ- স্বাদ মতো 

প্রস্তুত প্রণালি
মাংসের মধ্যে টক দই,সমস্ত বাটা ও গুঁড়া মসলা মেখে রান্না করে নিন। এবার কড়াইয়ে সরিষার তেল গরম করে রসুন কুচি, পেঁয়াজ ও শুকনা মরিচ ভেজে রান্না করা মাংস ঢেলে দিন। ভালো মতো মিশিয়ে নামিয়ে পছন্দ মতো সাজিয়ে পরিবেশন করুন। 

ছবি: সাজ্জাদ হোসেন