কমলার খোসা কি খুশকি দূর করতে পারে?

অ্যান্টি ড্যানড্রাফ শ্যাম্পু ব্যবহারে খুশকি দূর হলেও ফিরে আসে আবার। খুশকির সমস্যা থেকে চিরতরে মুক্তি পেতে চাইলে প্রাকৃতিক উপাদান ব্যবহারের বিকল্প নেই। কমলার খোসার তৈরি হেয়ার প্যাক ব্যবহার করতে পারেন খুশকি দূর করার জন্য। এতে রয়েছে অ্যান্টিব্যাকটেরিয়াল উপাদান যা খুশকির জন্য দায়ী জীবাণু দূর করে। এছাড়া কমলার খোসায় থাকা ভিটামিন সি চুলের যত্নে অনন্য।  

কমলার খোসা

যেভাবে তৈরি ও ব্যবহার করবেন হেয়ার প্যাক
কমলার খোসা রোদে শুকিয়ে মিহি গুঁড়া করে নিন। ২ টেবিল চামচ কমলার খোসা গুঁড়ার সঙ্গে প্রয়োজন মতো নারকেলের দুধ মিশিয়ে তৈরি করুন পেস্ট। ৪ থেকে ৫ টেবিল চামচ নারকেলের দুধ মেশাতে পারেন।
চুল ভাগ ভাগ করে নিন। হেয়ার প্যাকটি চুলের গোড়ায় ঘষে ঘষে লাগান। শাওয়ার ক্যাপ দিয়ে ঢেকে নিন চুল। ২ ঘণ্টা অপেক্ষা করে ভেষজ শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলুন চুল। কন্ডিশনার ব্যবহার করবেন অবশ্যই। সবচেয়ে ভালো হয় প্রাকৃতিক কন্ডিশনার ব্যবহার করলে। চায়ের লিকার কিংবা লেবুর রসমিশ্রিত পানি ব্যবহার করতে পারেন প্রাকৃতিক কন্ডিশনার হিসেবে। সপ্তাহে একবার ব্যবহার করুন হেয়ার প্যাকটি। দূর হবে খুশকি।

তথ্য: বোল্ডস্কাই