যেসব ভুলে চুল ঝরে

চুল পড়ে যাচ্ছে বলে অভিযোগ করছেন, অথচ জানেন কি আপনারই ভুলে অকালে ঝরে পড়ছে প্রিয় চুলগুলো?

gettyimages-153398174

  • বারবার চুল আঁচড়াচ্ছেন? এতে কিন্তু গোড়া দুর্বল হয়ে ঝরে পড়তে পারে চুল।
  • চুলে কখনও গরম পানি দেবেন না। গরম পানি যেমন শুষ্ক ও প্রাণহীন করে চুল, তেমনি চুলের গোড়াও দুর্বল করে দেয়।
  • চুলে প্রতিদিন শ্যাম্পু দেবেন না। অতিরিক্ত শ্যাম্পু ব্যবহার চুল পড়ে যাওয়ার অন্যতম কারণ।
  • ভেজা চুল আঁচড়াবেন না কখনও।
  • ভেজা চুল বেঁধে রাখাও অনুচিত। এতে চুল ঝরে যায় অকালে।
  • অনেকে শ্যাম্পু ব্যবহারের পর কন্ডিশনার ব্যবহার করেন না। এতে চুল রুক্ষ হয়ে যায় ও ঝরে পড়ে।
  • স্টাইলিং এর জন্য চুলে ঘন ঘন গরম যন্ত্র ব্যবহারের কারণে চুল পড়ে যেতে পারে।
  • চুলে রং ব্যবহারের কারণেও চুল অকালে পড়ে যায়।

তথ্য: টাইমস অব ইন্ডিয়া