রঙিন চুলে মৎস্যকন্যা!

চুল রঙিন করতে চাইছেন? গতানুগতিক রংগুলোকে পাশ কাটিয়ে বেশকিছু গাঢ় ও উজ্জ্বল রং আজকাল জায়গা করে নিচ্ছে ফ্যাশনপ্রেমীদের চুলে। একসময় যেসব রঙে চুল রাঙানোর কথা কেউ চিন্তাও করতো না, সেসব রঙেই এখন দিব্যি সাজছে গভীর কালো চুল। বেগুনি, সবুজ, নীল ও লালের মতো রংগুলো উঠে আসছে চুলে। এগুলোকে বলা হচ্ছে মারমেইড হেয়ার কালার। সিদ্ধান্ত নিয়ে নিন কোন রঙে হয়ে উঠবেন মৎস্যকন্যা!

STORY6

ভিক্টোরিয়ান মারমেইড

ভিক্টোরিয়ান মারমেইড
ভিক্টোরিয়ান মারমেইডের মতো চমৎকার রং নিয়ে আসতে পারেন চুলে। ল্যাভেন্ডার, গোলাপি ও রুবি রঙের মিশ্রণে সাজিয়ে ফেলুন চুলের লেয়ার।
সমুদ্রের গভীরতায় হারাক চুল

সমুদ্রের গভীরতা

7.-Sea-Princess
চুলে নিয়ে আসতে চান সমুদ্রের গভীরতা? গাঢ় নীল ও সবুজ রঙে সাজান চুল। নীল ও সবুজে কয়েকটি শেড ব্যবহার করতে পারেন।
ঢেউ খেলানো চুলে রঙের চমক

ঢেউ খেলানো চুলে রঙের চমক
কোঁকড়া চুল যাদের, তারা চমৎকার এসব রং ব্যবহার করতে পারেন চুলে। নীল, সবুজ ও বেগুনির কয়েকটি শেডে নির্দিষ্ট স্টিক রাঙিয়ে ফেলুন।

মধ্যরাতের জোছনা

মধ্যরাতের জোছনা
গভীর রাতের নীলচে জোছনা যদি চলে আসে আপনার ঘন কালো চুলে? নীলচে শেডে চুল সাজিয়ে ফেলুন ইচ্ছেমতো।  
বেগুনির মায়ায়

বেগুনির মায়ায়


গাঢ় বেগুনি রঙে সাজাতে পারেন চুল। সঙ্গে সামান্য নীলের ছোঁয়াও থাকতে পারে।
হালকা নীলে

হালকা নীলে
চুলের উপরের অংশ কালো থাকুক। নিচে নামতে নামতে সেটা বদলে হয়ে যাক হালকা নীল! একদম যেন গভীর রাতের মায়ায় জড়ানো হ্রদের পানি।

আরও কিছু আয়ডিয়া 


12.-Mermaid-Grunge

20.-Jaded-Purple

14.-Crowned-Mermaid

13.-Dream-Blue

জেনে নিন

  • রং নির্বাচন করার লক্ষ রাখবেন সেটা যেন আপনার ব্যক্তিত্বের সঙ্গে পুরোপুরি মানিয়ে যায়।
  • আনাড়ি হাতে রং করাবেন না। বিশেষজ্ঞ কারোর সাহায্য নিন চুলে রং করার জন্য।
  • চুলে রং করার আগে নতুন এই স্টাইলে আপনি পুরোপুরি স্বাচ্ছন্দ্য কিনা সেদিকে লক্ষ রাখবেন। আত্নবিশ্বাসী না হলে হুট করে রং করিয়ে ফেলবেন না চুলে।