ত্বক উজ্জ্বল করে গ্রিন টি

নরম ও কোমল ত্বকের জন্য ব্যবহার করতে পারেন গ্রিন টি। ব্যবহৃত গ্রিন টি ব্যাগ ফেলে না দিয়ে ফ্রিজে রেখে ঠাণ্ডা করে সরাসরি লাগাতে পারেন ত্বকে। ত্বকে আসবে প্রাকৃতিক উজ্জ্বলতা। এছাড়া চোখের উপর গ্রিন টি ব্যাগ রাখলে দূর হয় চোখের নিচের কালচে দাগ ও ফোলা ভাব। আলুর রসের সঙ্গে মিশিয়ে তৈরি করে ফেলতে পারেন চমৎকার একটি ফেসপ্যাকও।

1.-Green-Tea-For-Acne
যেভাবে তৈরি করবেন ও ব্যবহার করবেন ফেসপ্যাক

  • গরম পানিতে গ্রিন টি ব্যাগ ডুবিয়ে রাখুন ১০ মিনিট।
  • ঠাণ্ডা হলে ২ টেবিল চামচ আলুর রস মিশিয়ে নিন।
  • ফেসওয়াশ দিয়ে ত্বক ভালো করে ধুয়ে মুছে নিন।
  • রাতে ঘুমানোর আগে ফেসপ্যাকটি লাগান ত্বকে।
  • পরদিন সকালে ঠাণ্ডা পানি দিয়ে ধুয়ে ফেলুন।

আলুর রস ও গ্রিন টি কেন ব্যবহার করবেন ত্বকে?

  • আলুর রসে রয়েছে ভিটামিন সি যা ত্বকে বলিরেখা পড়তে দেয় না।
  • আলুর রসে থাকা অ্যাসিডিক উপাদান প্রাকৃতিকভাবে ব্লিচ করে ত্বক।
  • ত্বকের কালচে দাগ দূর করে এই ফেসপ্যাক।
  • গ্রিন টিতে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট ত্বক উজ্জ্বল ও কোমল করে।
  • ত্বকে থাকা দাগ দূর করে ত্বক মসৃণ করে গ্রিন টি।

তথ্য: বোল্ডস্কাই