উকুন দূর করতে টোটকা

উকুন দূর করতে...হুট করেই মাথা চুলকেই চলেছেন, হাতের সঙ্গে উঠে এলো ছোট্ট একটি জীবন্ত প্রাণি। ত্রাহি মধুসূদন দশা। এ কী করে এলো- এই ভাবতে ভাবতেই মাথার চুলকানো বংশ বিস্তার করেছে। দু/চারটে উকুনের ডিমও আসছে মাথা থেকে। আপনার থেকে উকুন ছড়াচ্ছে আপনার সঙ্গে বসবাসকারী পরিজনদের মাথায়। এই অবস্থায় আপনার করণীয় একটাই উকুন দূর করা। কিন্তু উকুন দূর করতে উকুননাশক শ্যাম্পু, চিরুনী অভিযান সব শেষ। এই অবস্থায় আপনাকে উপকার করবে নিচের কয়েকটি উপাদান। একটু চেষ্টা করেই দেখুন। উকুনমুক্ত জীবনযাপন করা যায় কিনা-

১) টি ট্রি অয়েল

এই তেল ভালো করে মেখে কমপক্ষে ৮ ঘণ্টা রাখুন। এরপর ভালো করে চিকন চিরুনী দিয়ে চুল আঁচড়ে নিলেই দেখবেন উকুনের বংশ নির্বংশ।

২) অলিভ অয়েল

সপ্তাহে তিনদিন অলিভ অয়েলের হট ম্যাসাজ উকুন কমাতে সহায়তা করে। এটি একটু স্লোলি হয়।

৩) মাউথ ওয়াশ

কুলি না করে মাথায় তেলের মতো এক টেবিল চামচ মাউথ ওয়াশ ঘসে ঘসে লাগান। এরপর চুল ধুয়ে নিয়ে দেখুন, উকুন আছে কিনা।

৪) নিম তেল

চুলের জন্য ভীষণ উপকারী এই তেল উকুন ধ্বংসকারী। নিয়মিত এই তেল ব্যবহার উকুন দূর করে।

তাহলে আর দেরি কেন? উকুন দূর করতে শিগগির ঝাঁপিয়ে পড়ুন আপনার অস্ত্র নিয়ে।