ঘরেই বানান মেথি তেল

fenugreek-seeds_145431094কমবেশি সবাই আশা করেন মাথা জুড়ে থাকবে ঝলমলে কালো চুল। শহরের আবহাওয়া, অযত্ন, নানা কারণে চুলের দশা সবারই বেহাল। বাড়তি চুলের যত্নে আমাদের ঘরে থাকা উপাদানই প্রাধান্য পেতে পারে। এর মধ্যে অন্যতম মেথি। মেথি চুলের জন্য উপকারী একটা উপাদান তা আমরা অনেকেই জানি।মেথিতে রয়েছে ভিটামিন, প্রোটিন, পটাশিয়াম, লেসিথিন আরও অনেক উপকারি উপাদান। জেনে নিন কীভাবে ঘরেই বানাবেন মেথি তেল-

মেথি তেল বানাতে লাগবে মেথি ও নারকেল তেল। এক কাপ পরিমাণ নারকেল তেল চুলায় দিয়ে তাতে এক চা চামচ মেথি দিয়ে ভালো করে ফুটিয়ে নিতে হবে। যতক্ষণ না মেথির রঙ গাঢ় বর্ণ ধারণ করে ততক্ষণ পর্যন্ত ফুটাতে হবে। তেল ঠাণ্ডা করে বোতলে মেথিসহ রাখুন।

অনেকে মেথি গুঁড়ো করে ফুটিয়ে নেন। এটিও করা যাবে। তবে এতে চুলে মেথি লেগে থাকার সম্ভাবনা বেশি।

যে তেলটা বানালেন,সেটি স্ক্যাল্পে লাগান। গোসলের অন্তত একঘণ্টা আগে বা আগের দিন রাতে লাগাতে পারলে আরও ভালো।ভালো করে ম্যাসাজ করে স্ক্যাল্পে ও চুলে লাগান। নিয়মিত মেথি তেলের ব্যবহারে চুল হবে ঝলমলে সুন্দর।