চুলের বৃদ্ধি বাড়াবে লেবু

একটি বাটিতে ৩ টেবিল চামচ লেবুর রস নিন। তুলার টুকরা ভিজিয়ে চুলের গোড়ায় ঘষে ঘষে লাগান। ৫ মিনিট ম্যাসাজ করে অপেক্ষা করুন আরও ১০ মিনিট। শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলুন চুল। খুব সাধারণ এই পদ্ধতি অনুসরণ করেই পেতে পারেন ঝলমলে ও লম্বা চুল। জেনে নিন লেবুর রসের আরও কয়েকটি প্যাক সম্পর্কে। 

লেবু
লেবুর রস ও অ্যালোভেরা জেল
অ্যালোভেরার পাতা থেকে টাটকা জেল সংগ্রহ করুন। ২ ভাগ অ্যালোভেরা জেলের সঙ্গে ১ ভাগ লেবুর রস মিশিয়ে পেস্ট তৈরি করুন। চুলের আগা থেকে গোড়া পর্যন্ত লাগান মিশ্রণটি। ৩০ মিনিট পর শ্যাম্পু দিয়ে চুল ধুয়ে কন্ডিশনার ব্যবহার করুন।
মেহেদি, লেবুর রস ও ডিম
আধা কাপ মেহেদির গুঁড়া সারারাত ভিজিয়ে রাখুন পানিতে। পরদিন একটি ডিম ফেটিয়ে মেশান মেহেদির মিশ্রণে। আধা চা চামচ লেবুর রস মিশিয়ে চুলের আগা থেকে গোড়া পর্যন্ত লাগান মেহেদির মিশ্রণ। ১ ঘণ্টা রেখে ধুয়ে ফেলুন। চাইলে শুকিয়ে যাওয়ার পর তেল ম্যাসাজ করে রেখে দিতে পারেন সারারাত।
লেবুর রস ও নারকেলের পানি
সমপরিমাণ নারকেলের পানি ও লেবুর রস মিশিয়ে চুলের গোড়ায় লাগান। ২০ মিনিট পর পানি দিয়ে ধুয়ে শ্যাম্পু ব্যবহার করুন।

তথ্য: গ্লোপিঙ্ক