বাথরুম পরিষ্কারের টিপস

দুর্গন্ধ দূর করতে সঠিক উপায়ে পরিষ্কার করা চাই বাথরুম। জেনে নিন প্রয়োজনীয় কিছু টিপস।

lemon-cleaner

  • বেকিং সোডা, লেবুর রস ও আপেল সিডার ভিনেগার একসঙ্গে মিশিয়ে বাথরুমের মেঝে পরিষ্কার করুন। দুগন্ধ ও পিচ্ছিল ভাব দূর হবে।
  • বাথ টাব পরিষ্কার করার জন্য ব্যবহার করুন মোটা দানার লবণ ও অ্যাসিড আছে এমন ফল। জাম্বুরা কিংবা লেবু ব্যবহার করতে পারেন। লেবু অর্ধেক করে লবণ ছিটিয়ে ভালো করে ঘষুন বাথ টাব। পানি দিয়ে ধুয়ে ফেলুন।
  • বেসিন পরিষ্কার করার জন্য লেবুরর রসের সঙ্গে বেকিং সোডা মিশিয়ে ঘষে নিন।