রেসিপি: মিষ্টি কুমড়ার খোসা ভর্তা

গরম ভাতের সঙ্গে মজাদার এই ভর্তাটি স্বাদে নিয়ে আসবে নতুনত্ব। মিষ্টি কুমড়ার খোসা ভর্তা কীভাবে করবেন জেনে নিন।

মিষ্টি কুমড়ার খোসা ভর্তা
উপকরণ
মিষ্টি কুমড়ার খোসা টুকরা- ১ কাপ  
শুকনা মরিচ- ৪টি
রসুন- ১টি
পেঁয়াজ- ১টি (বড়)
ধনে পাতা- ২ টেবিল চামচ
সরিষার তেল- ২ চা চামচ
সয়াবিন তেল- ১ টেবিল চামচ
লবণ- স্বাদ মতো
প্রস্তুত প্রণালি
ভর্তার জন্য খানিকটা মোটা করে ছাড়িয়ে নিন মিষ্টি কুমড়ার খোসা। খোসা ভালো করে ধুয়ে ছোট ছোট টুকরা করে কেটে পানি ঝরিয়ে রাখুন।
প্যানে তেল গরম করে বোঁটাসহ শুকনা মরিচ ভেজে নিন। মরিচ উঠিয়ে একই প্যানে পেঁয়াজ কুচি ভাজুন। হালকা বাদামি রং হয়ে গেলে রসুনের কুচি দিয়ে নাড়তে থাকুন। কিছুক্ষণ ভেজে ধনে পাতা কুচি দিন। পানি শুকিয়ে গেলে নামিয়ে নিন। সামান্য তেল ও লবণ দিয়ে মিষ্টি কুমড়ার খোসার টুকরা ভেজে নিন। প্যান ঢাকনা দিয়ে ঢেকে কয়েক মিনিট রাখুন। এতে নরম হবে খোসা। ভাজা ভাজা হলে নামিয়ে সব উপকরণ একসঙ্গে বেটে নিন। বাটার সময় স্বাদ মতো লবণ দেবেন। সরিষার তেল দিয়ে মেখে গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন মজাদার মিষ্টি কুমড়ার খোসা ভর্তা।

রেসিপি ও ছবি: রসনার স্বাদ