কার্টুন পিপলের সেরা দেশি চরিত্র ‘দস্যু রাণী ফুলী’

DCDCদেশি চরিত্র ডিজাইন চ্যালেঞ্জ হচ্ছে ফেসবুক গ্রুপ কার্টুনপিপলের একটি নিয়মিত আয়োজন। যেখানে চরিত্র ডিজাইন করার মাধ্যমে নিজেদের স্কিল তুলে ধরার সুযোগ পান। এই ধারাবাহিকতায় এবারের চরিত্র নির্মানের বিষয় ছিল ‘সুন্দরবনের জলদস্যু’।

প্রায় দেড়শ’ চরিত্র থেকে সেরা চার বিজয়ীকে নির্বাচিত করেন কার্টুনিস্ট আহসান হাবীব এবং কার্টুনিস্ট সৈয়দ রাশাদ ইমাম তন্ময়।

এতে সেরা চরিত্র নির্বাচিত হয় ‘দস্যু রাণী ফুলী’। অঙ্গনা আহসানা জলরঙ দিয়ে এই চরিত্রটি আঁকেন। দ্বিতীয় স্থান অধিকার করেন আরহাম হাবিব। তার চরিত্রের নাম ছিল ‘জলদস্যু কাকাবু ও তার পোষা কাকলি’। ডিজিটাল মাধ্যমে মোস্তফা দ্য পাইরেট এঁকে তৃতীয় হন রাকিব রাজ্জাক। খোঁড়া খোরশেদ চরিত্রের জন্য জুনাইদ ইকবাল ইশমাম চতুর্থ স্থান অর্জন করেন। ইশমামও ডিজিটাল মাধ্যমে ছবি আঁকেন।  

বিজয়ীদের ১৫ সেপ্টেম্বর ইএমকে সেন্টারে এক অনাড়ম্বর আয়োজনে পুরস্কার তুলে দেওয়া হবে।

প্রথম স্থান অধিকারী মাল্টিমিডিয়া কিংডমের পক্ষ থেকে পাচ্ছেন একটি গ্রাফিক ট্যাবলেন। এবং অন্যান্যরা কার্টুন পিপলের সার্টিফিকেট অব এক্সিলেন্স পাবেন।