ব্ল্যাকহেডস দূর করে ডিমের ফেসপ্যাক

নাক কিংবা ঠোঁটের আশেপাশের অংশ কালচে হয়ে আছে? এটি ব্ল্যাকহেডস। ধুলাবালি জমে লোমকূপ বন্ধ হয়ে সৃষ্টি হয় দৃষ্টিকটু ব্ল্যাকহেডস। জেনে নিন ডিমের ফেসপ্যাকের সাহায্যে কীভাবে দূর করবেন ব্ল্যাকহেডস।

screen-shot-2015-09-29-at-5-48-41-pm
ভ্যাসলিন ও ডিম

  • একটি ডিমের সাদা অংশ ভালো করে ফেটিয়ে নিন।
  • ৩ টেবিল চামচ ভ্যাসলিন মেশান।
  • নাকের আকৃতি অনুযায়ী তুলার টুকরা কেটে উপরে মিশ্রণটি ঢালুন।
  • নাকের উপর দিয়ে রাখুন ২০ মিনিট।
  • কুসুম গরম পানি দিয়ে পরিষ্কার করে ফেলুন নাক।
  • সপ্তাহে তিনবার ব্যবহার করুন দ্রুত ফল পেতে।

ডিম ও মধু

  • একটি ডিমের সাদা অংশ ফেটিয়ে নিন।
  • ৩ টেবিল চামচ মধু মিশিয়ে নিন।
  • উপরের ফেসপ্যাকের মতো একইভাবে নাকের উপর দিয়ে রাখুন।
  • ২০ মিনিট পর কুসুম গরম পানি দিয়ে ধুয়ে ফেলুন।

1.-Egg-White-Mask

চিনি ও ডিম

  • একটি ডিমের সাদা অংশ ফেটিয়ে নিন।
  • ৩ টেবিল চামচ মোটা দানার চিনি মেশান।
  • মিশ্রণটি নাক ও ব্ল্যাকহেডস আক্রান্ত ত্বকে ঘষে ঘষে লাগান।
  • ১০ মিনিট পর ঈষদুষ্ণ পানিতে ধুয়ে ফেলুন।

তথ্য: গ্লোপিঙ্ক