কর্মজীবী মায়েদের সন্তানরা সফল হয় বেশি!

বেসরকারি ব্যাংক কর্মকর্তা জেবুন নাহার সীমা। দেড় বছরের সন্তান সামলে অফিস করতে হয় তাকে। জানালেন, সন্তানের একটু সর্দি-জ্বর হলেই তাকে শুনতে হয় কটু কথা। মা সারাদিন ব্যস্ত থাকে, সন্তান তো অসুস্থ তো হবেই! সুযোগ পেলেই এমন কথা শুনিয়ে দেন শাশুড়ি। একে তো সংসার-সন্তান সামলানোর পাশাপাশি অফিস করার ক্লান্তি, তার উপর এ ধরনের কথা- সব মিলিয়ে ধৈর্য্যের বাঁধটাও যেন আজকাল ভেঙ্গে যেতে চায়।

STORY6
কমবেশি অনেক কর্মজীবী মায়েদেরই প্রতিনিয়ত মুখোমুখি হতে হয় এমন পরিস্থিতির। তবে হার্ভার্ড বিজনেস স্কুলের একটি গবেষণায় উঠে এসেছে মজার একটি তথ্য। গৃহিণী মায়েদের তুলনায় কর্মজীবী মায়েদের সন্তানরা জীবনে বেশি সফল হয়- এমন কথা জানানো হয়েছে স্কুলটি থেকে প্রকাশিত একটি জার্নালে।  
আমেরিকা ও যুক্তরাজ্যের ১ লক্ষেরও বেশি ছেলেমেয়ের উপর গবেষণা করে এই সিদ্ধান্তে এসেছে হার্ভার্ড বিজনেস স্কুল। জার্নালটি জানায়, কর্মজীবী মায়েদের সন্তানরা কেবল জীবনে সফলতাই পায় না, তারা পরিবারের প্রতি অনেক বেশি যত্নশীলও হয়।
একজন কর্মজীবী মায়ের সন্তানরা অনেক বেশি অ্যাক্টিভ হয়। তারা যেমন ছোটবেলা থেকেই নিজের কাজ নিজে করতে পারে, তেমনি কীভাবে ছোট ভাইবোনের খেয়াল রাখতে হবে সেটাও শিখে ফেলে। বিদেশি সংস্থায় বেশ বড় পদে কাজ করেন মানসী সাহা। তিনি জানালেন, সন্তানের বয়স যখন ছয়মাস, ঠিক তখন থেকেই অনেক অফিস করছেন। সহ্য করতে হয়েছে অনেক ঝড়-ঝাপটা। শুনতে হয়েছে কটু কথা। কিন্তু কখনও চাকরি ছাড়ার কথা ভাবেননি। এখন তার সন্তান মেধার বয়স ৪ বছর। মজার ব্যাপার হচ্ছে মেধা এখন নিজেই সকালের নাস্তা বানাতে মাকে সাহায্য করে! নিজের টিফিন বক্স নিজে গুছিয়ে নেয়। মেধা জানে কখন তার মাকে ফ্রি পাওয়া যাবে। সে সময়টুকু সে কড়ায়গণ্ডায় মায়ের আদরটুকু বুঝে নেয়। মা রাত জেগে অফিসের কাজ করলে সেও মাকে বিরক্ত না করে নিজের পড়া নিজে পড়ে। অন্যান্য শিশুর তুলনায় মেধা অনেক বেশি স্বনির্ভরশীল।
হার্ভার্ড বিজনেস স্কুলের প্রফেসর ক্যাথলিন ম্যাকগিন ঠিক একই প্রসঙ্গ টেনে বলেন, শিশুকে সময় দেওয়াটাই কেবল জরুরি না, ‘কোয়ালিটি টাইম’ বা উপযুক্ত সময় দেওয়াটাই আসল বিষয়। একজন গৃহিণী মা যদি এই কোয়ালিটি টাইম দিতে ব্যর্থ হন, কিন্তু একজন কর্মজীবী মা কর্মক্ষেত্র সামলেও যদি সেই সময়টা দিতে পারেন শিশুকে, তবে অবশ্যই তার শিশু জীবনে সফল হবে।  
‘আমাদের গবেষণা কিন্তু বলছে না যে গৃহিণী মায়েদের সন্তানরা ভালো শিক্ষা পায় না, কিংবা কেবল কর্মজীবী মায়েদের সন্তানরাই সফলতা অর্জন করে’- যোগ করেন প্রফেসর ক্যাথলিন ম্যাকগিন।