চুল পড়া বন্ধ করে ক্যাস্টর অয়েল

আঠালো ক্যাস্টর অয়েল চুলে ব্যবহার করতে অস্বস্তি বোধ করেন অনেকে। তবে জানেন কি ক্যাস্টর অয়েল চুলের যত্নে অনন্য? এটি শুধু চুল পড়াই বন্ধ করে না, পাশাপাশি নতুন চুল গজাতেও সাহায্য করে। ক্যাস্টর অয়েলে রয়েছে প্রোটিন, মিনারেল ও ভিটামিন ই। এগুলো চুল উজ্জ্বল ও ঝলমলে করে। জেনে নিন চুলের যত্নে কীভাবে ব্যবহার করবেন ক্যাস্টর অয়েল।

ক্যাস্টর অয়েল

  • সমপরিমাণ নারকেল তেল ও ক্যাস্টর অয়েল মিশিয়ে চুলের আগা থেকে গোড়া পর্যন্ত লাগান। ৫ মিনিট ম্যাসাজ করে শাওয়ার ক্যাপ পরে নিন। ২ ঘণ্টা পর ভেষজ শ্যাম্পু দিয়ে ধুয়ে নিন। এটি চুলের রুক্ষতা দূর করার পাশাপাশি বন্ধ করবে চুল পড়া।
  • আধা কাপ অ্যালোভেরা জেলের সঙ্গে ২ টেবিল চামচ ক্যাস্টর অয়েল মিশিয়ে চুলে লাগান। শাওয়ার ক্যাপ পরে থাকুন ২ থেকে ৩ ঘণ্টা। কুসুম গরম পানি ও ভেষজ শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলুন।
  • রাতে ঘুমানোর আগে ক্যাস্টর অয়েলের সঙ্গে কয়েকটি ভিটামিন ই ক্যাপসুলের তেল মেশান। মিশ্রণটি ঘষে ঘষে লাগান চুলের গোড়ায়। পরদিন ভেষজ শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলুন।
  • সমপরিমাণ ক্যাস্টর অয়েল ও পেঁয়াজের রস মেশান। মিশ্রণটি চুলের গোড়ায় লাগান। ১ ঘণ্টা পর ধুয়ে ফেলুন শ্যাম্পু দিয়ে।