ত্বক টানটান রাখবে যে ৫ ফেসপ্যাক

বলিরেখাহীন টানটান ত্বকের জন্য ঘরোয়া কয়েকটি ফেসপ্যাক ব্যবহার করতে পারেন। প্রাকৃতিক উপাদানের তৈরি এসব ফেসপ্যাকের নেই কোনও পার্শ্বপ্রতিক্রিয়া। বলিরেখা দূর করার পাশাপাশি ত্বকের জৌলুস বাড়াতেও জুড়ি নেই এসব ফেসপ্যাকের।

maxresdefault নারকেল তেল ও ক্যাস্টর অয়েল
সমপরিমাণ নারকেল তেল ও ক্যাস্টর অয়েল একসঙ্গে মিশিয়ে ত্বকে চক্রাকারে ম্যাসাজ করুন। যতক্ষণ সম্ভব রেখে দিন ত্বকে। সারারত রাখতে পারলে সবচেয়ে ভালো হয়। পরদিন ত্বক ভালো করে ধুয়ে ফেলুন।
হলুদ ও মধু
আধা চা চামচ হলুদ গুঁড়ার সঙ্গে ১ টেবিল চামচ মধু মিশিয়ে নিন। চাইলে এক ফোঁটা এসেনশিয়াল অয়েল মেশাতে পারেন। মিশ্রণটি ত্বকে ঘষে ঘষে লাগান। কিছুক্ষণ পর ধুয়ে ফেলুন।
ভিটামিন ই অয়েল ও নারকেল তেল
১টি ভিটামিন ই ক্যাপসুলের তেলের সঙ্গে কয়েক ফোঁটা নারকেল তেল মিশিয়ে ত্বকে ম্যাসাজ করুন। সারারাত রেখে পরদিন ধুয়ে ফেলুন।

ক্যাস্টর অয়েল
অলিভ অয়েল, আদা ও চিনি
২ টেবিল চামচ অলিভ অয়েলের সঙ্গে ৪ টেবিল চামচ মোটা দানার চিনি ও ১ টেবিল চামচ আদা কুচি মেশান। ত্বক মাইল্ড ক্লিনজার দিয়ে পরিষ্কার করে মুছে মিশ্রণটি ম্যাসাজ করুন ৫ মিনিট। ১০ মিনিট অপেক্ষা করে ধুয়ে ফেলুন ত্বক।
মধু ও নারকেল তেল
১ টেবিল চামচ নারকেল তেলের সঙ্গে আধা চা চামচ মধু মিশিয়ে ত্বকে ম্যাসাজ করুন কিছুক্ষণ। ১ ঘণ্টা অপেক্ষা করে ধুয়ে ফেলুন ত্বক।

তথ্য: স্টাইলক্রেজ