গ্লু গানের আরও ব্যবহার

যারা ক্রাফটিং পছন্দ করেন তাদের জন্য অতি পরিচিত নাম হচ্ছে গ্লু গান। গ্লু গানের গরম আঠা কেবল ক্রাফটারদের জন্যই আশীর্বাদ না, এটি আপনার দৈনন্দিন জীবনকেও সহজ করতে পারে। জেনে নিন গ্লু গানের ব্যতিক্রমী কয়েকটি ব্যবহার সম্পর্কে।

final-slip-free-hanger-amazing-glue-gun-hacks-600x400

single-step-method-put-glue-beads-on-the-hanger-amazing-glue-gun-hacks-600x400

fabhow-20170927_004019-1393x1857
হ্যাঙ্গার থেকে কাপড় পিছলে পড়ে যাচ্ছে? গ্লু গান দিয়ে নির্দিষ্ট দূরত্বে কয়েক ফোঁটা আঠা দুই পাশে লাগিয়ে নিন। আর পড়বে না কাপড়।

step-2-peel-off-the-glue-and-chop-off-the-outer-edges-amazing-glue-gun-hacks-600x400
আংটি আঙুলে লাগছে না? এই সমস্যার সমাধানেও আপনাকে সাহায্য করতে পারে গ্লু গান। কাঠের উপর গরম আঠা নিয়ে নিন খানিকটা। আংটির পেছনের অংশ

final-resize-ring-amazing-glue-gun-hacks-600x400

ডুবিয়ে নিন আঠায়। আঠা কয়েক সেকেন্ডের মধ্যেই শুকিয়ে যাবে। এরপর কাঁচি দিয়ে আঠার বাড়তি অংশ কেটে আঙুলে পরুন। আর খুলবে না আংটি।

single-step-method-amazing-glue-gun-hacks-apply-glue-on-the-underside-of-the-doormat-600x400
টাইলসের উপর পাপোশ রাখলে পিছলে যায় অনেক সময়। পাপোশের উল্টো দিকে গ্লু গ্লানের সাহায্যে কয়েকটি গ্রিপ দিয়ে নিন। আর স্লিপ করবে না পাপোশ।

final-doormat-grip-amazing-glue-gun-hacks-600x400
ব্রাশ জাতীয় কিছু পরিষ্কার করার জন্য একটি বোর্ডে গ্লু গান দিয়ে বিভিন্ন ধরনের টেক্সার করে নিন। লম্বা, আড়াআড়ি বা ডট দিয়ে শুকানোর জন্য অপেক্ষা করুন। শুকিয়ে গেলে ঘষে ঘষে পরিষ্কার করে নিন ব্রাশ।

single-step-method-apply-glue-on-the-soles-of-your-shoes-amazing-glue-gun-hacks-600x400

final-slip-free-shoe-amazing-glue-gun-hacks-600x400
শখ করে জুতা কিনেছেন, কিন্তু জুতা বারবার স্লিপ করছে বলে পরতে পারছেন না? জুতার উল্টো দিকে গ্লু গান দিয়ে গ্রিপ করে নিন। আর পিছলে যাবে না জুতা।

step-2-seal-the-spring-on-the-cable-with-the-glue-gun-amazing-glue-gun-hacks-600x400
ক্যাবল ছিঁড়ে গেলে উপরে স্প্রিং পেঁচিয়ে গ্লু গানের আঠা দিয়ে দিন।  

তথ্য ও ছবি: ফ্যাব হাউ