ব্ল্যাকহেডস দূর করবে হলুদ ও মধু

honey-turmericmask-flawless-skin-1024x576অনেকেই ত্বকের পরিচর্যা করার সময় অনেকদিকে খেয়াল রাখলেও ব্ল্যাকহেডস নিয়ে আমাদের চেষ্টাটা একটু কমই। মাঝে মাঝে স্ট্রিপ ইউজ করেন অনেকে। কিন্তু সেভাবে যত্ন করা হয় না, কারণ ব্ল্যাকহেডস তুলতে অনেক সময় লাগে। কমসময়ে ব্ল্যাকহেডস দূর করতে আপনার সহযোগী হবে হলুদ ও মধু। জেনে নিন কীভাবে কী করবেন?  

১) পুদিনা পাতার রস করে নিন। এর মধ্যে গুঁড়ো হলুদ বা বাটা হলুদ দিয়ে ঘন মিশ্রণ তৈরি করে নিন। এ বার এই মিশ্রণ ব্ল্যাকহেডস আক্রান্ত জায়গাগুলোতে মাখিয়ে দিন। শুকিয়ে গেলে হালকা গরম পানি দিয়ে ধুয়ে নিন।

২) মুখে ব্ল্যাকহেডস আক্রান্ত অংশে ভাল করে মধু মাখিয়ে রাখুন। শুকিয়ে গেলে ধুয়ে ফেলুন। এই মধু ত্বককে কোমল রাখে আর লোমকূপকে রাখে সংকুচিত। ফলে ব্ল্যাকহেডস নিরাময় হয়, নতুন ব্ল্যাকহেডস হয় না।

৩) হলুদ ও মধুর মিশ্রণ তৈরি করে সেটি ৫/৬ মিনিটের জন্য ব্ল্যাকহেডস আক্রান্ত স্থানে দিয়ে গরম পানি দিয়ে ধুয়ে ফেলতে হবে।  

এই মিশ্রণ সপ্তাহে অন্তত দু-তিন বার ব্যবহার করতে পারলে ব্ল্যাকহেডস-এর সমস্যা মিটে যাবে।