চুলের আগা ফাটা দূর করে কলা

চুল নরম ও মসৃণ করে কলার হেয়ার প্যাক। নিয়মিত কলার হেয়ার প্যাক ব্যবহার করলে ফাটবে না চুলের আগা। শুষ্ক ও রুক্ষ চুল ঝলমলে করার পাশাপাশি চুল পড়া কমাতেও জুড়ি নেই কলার। জেনে নিন কলার দুটি হেয়ার প্যাক সম্পর্কে।

কলার হেয়ার প্যাক

 

  • একটি বাটিতে ডিম ফেটিয়ে নিন ভালো করে। একটি পাকা কলা চটকে মেশান ডিমের মিশ্রণে। ১ টেবিল চামচ নারকেল তেল ও ৩ টেবিল চামচ মধু মিশিয়ে নেড়ে নিন। চুল ভাগ ভাগ করে মিশ্রণটি লাগান। শাওয়ার ক্যাপ পরে অপেক্ষা করুন আধা ঘণ্টা। শ্যাম্পু দিয়ে চুল ধুয়ে ফেলুন। সপ্তাহে একবার ব্যবহার করুন হেয়ার প্যাকটি।
  • একটি পাকা কলা চটকে কয়েক ফোঁটা গোলাপজল মেশান। ২ টেবিল চামচ টক দই ও কয়েক ফোঁটা লেবুর রস মিশিয়ে নেড়ে নিন ভালো করে। মিশ্রণটি চুলে লাগিয়ে রাখুন আধা ঘণ্টা। ঠাণ্ডা পানি ও শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলুন। সপ্তাহে একবার ব্যবহার করলে ফাটবে না চুলের আগা।   

তথ্য: বোল্ডস্কাই