যেসব জিনিস বাথরুমে রাখবেন না

বাথরুম বেশিরভাগ সময় আর্দ্র অবস্থায় থাকে। জেনে নিন এমন পরিবেশে কোন জিনিসগুলো একেবারেই রাখা যাবে না।

টুথব্রাশ বাথরুমে রাখবেন না
ওসুধ
ভিটামিন বা কোনও ধরনের ওষুধ বাথরুমে রাখবেন না। ময়েশ্চার আছে এমন কোথাও ওসুধ রাখলে নষ্ট হয়ে যায় এর গুণ।
তোয়ালে
অনেকে বাথরুমে রেখে দেন তোয়ালে কিংবা বাথরোব। এটি একেবারেই উচিৎ নয়। বাথরুমে থাকে ময়েশ্চার যা সবসময় স্যাঁতসেঁতে করে রাখবে তোয়ালে। তোয়ালে কড়া রোদে শুকিয়ে ওয়ারড্রবের ড্রয়ারে রেখে দিন।  
বই
অনেকে বই বা ম্যাগাজিন রেখে দেন বাথরুমে। বাথরুমে রাখলে খুব দ্রুত নষ্ট হয়ে যায় বই। কারণটা আর কিছুই নয়, ময়েশ্চার!
গয়না
অনেকে গয়না খুলে ভুলবশত বাথরুমে ফেলে আসেন। বাথরুমে গয়না রাখলে সেটি হারায় তার স্বাভাবিক সৌন্দর্য। বিশেষ করে রূপার গয়না কালচে হয়ে যায় ময়েশ্চারের সংস্পর্শে থাকতে থাকতে।
টুথব্রাশ
বাথরুমে বিভিন্ন ধরনের জীবাণুর বসবাস। সেখানে টুথব্রাশ রাখা তাই স্বাস্থ্যের জন্য খুবই ঝুঁকিপূর্ণ। যদি রাখতেই চান তবে অবশ্যই শুকিয়ে মুখবন্ধ বক্সে রাখবেন।
সুগন্ধি
বাথরুমে সুগন্ধি রাখলে সেটা হারিয়ে ফেলে স্বাভাবিক সুগন্ধ। তাই বাথরুমে এটি না রাখলেই ভালো করবেন।
মেকআপ
মেকআপও দ্রুত নষ্ট হয়ে যায় বাথরুমে রাখলে।

তথ্য: রিডার্স ডাইজেস্ট