জাপানি সৌন্দর্যের রহস্য ভাতের ফেসপ্যাক

টানটান ও উজ্জ্বল ত্বকের জন্য জাপানিজরা ব্যবহার করে ভাতের তৈরি ফেসপ্যাক। ফেসপ্যাকটি কেবল ত্বকের বলিরেখাই দূর করে না, পাশাপাশি জৌলুস বাড়ায় ত্বকের।   

STORY6
যেভাবে তৈরি ও ব্যবহার করবেন ফেসপ্যাক
৩ টেবিল চামচ চাল পানিতে ফুটিয়ে নিন। সেদ্ধ হয়ে গেলে ছেঁকে পানি আলাদা করুন। ঠাণ্ডা হলে পানি ফ্রিজে রেখে দিন। ভাত চটকে ১ টেবিল চামচ মধু মেশান। ১ টেবিল চামচ কুসুম গরম দুধ দিয়ে ভালো করে মিশিয়ে নিন। মসৃণ পেস্ট তৈরি ত্বকে লাগান। ত্বকে ব্যবহারের আগে ধুয়ে মুছে নিন ত্বক। মিশ্রণটির সাহায্যে কয়েক মিনিট ত্বক ম্যাসাজ করে অপেক্ষা করুন ৪৫ মিনিট থেকে ১ ঘণ্টা। শুকিয়ে গেলে ফ্রিজ থেকে চালের পানি বের করে ত্বক ধুয়ে নিন। শেষে ঠাণ্ডা পানি দিয়ে ধুয়ে মুছে নিন ত্বক। সপ্তাহে একবার অথবা দুইবার ব্যবহার করতে পারেন ফেসপ্যাকটি।
কেন ব্যবহার করবেন ভাতের তৈরি ফেসপ্যাক?

  • ভাতে প্রচুর পরিমাণে অ্যান্টি-অক্সিডেন্ট থাকে যা ত্বক টানটান রাখতে সাহায্য করে।
  • এটি প্রাকৃতিকভাবে ত্বক পরিষ্কার করতে পারে।
  • ত্বক উজ্জ্বল ও মসৃণ করে।
  • ফেসপ্যাকে থাকা দুধ ত্বক ময়েশ্চারাইজ করে। ফলে দূর হয় ত্বকের রুক্ষতা।
  • মধু ত্বকের কালচে দাগ দূর করে।

তথ্য: গ্লোপিঙ্ক