চুলের গ্রোথ বাড়ায় নিম

রুক্ষতা, খুশকিসহ বিভিন্ন কারণে কমে যায় চুলের বৃদ্ধি। ঘরে তৈরি একটি তেলের সাহায্যে যত্ন নিতে পারেন চুলের। নিম ও নারকেল তেলের মিশ্রণটি নিয়মিত ব্যবহার করলে দ্রুত বাড়বে চুল। পাশাপাশি দূর হবে খুশকি ও বন্ধ হবে চুল পড়া। জেনে নিন কীভাবে তৈরি ও ব্যবহার করবেন নিমের তেল।  

নিম পাতা
একটি কাচের বাটিতে ১ কাপ নারকেলের তেল নিন। ৪ টেবিল চামচ নিম পাতা বেটে মেশান তেলে। তেলসহ বাটি একটি বড় সসপ্যানে গরম পানির মধ্যে রাখুন। সসপ্যান চুলায় দিয়ে দিন। মৃদু আঁচে গরম করুন সসপ্যান। মিশ্রণটি ঘনঘন নাড়তে হবে। ১৫ মিনিটের মধ্যে গাঢ় সবুজ রঙ ধারণ করবে তেল। তেল নামিয়ে ঠাণ্ডা করে করে চুলের গোড়ায় ঘষে ঘষে লাগান। সারারাত রেখে পরদিন ভেষজ শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলুন। সপ্তাহে একবার ব্যবহার করলে দ্রুত বাড়বে চুল। তেল সংরক্ষণ করতে পারেন বোতলে।

জেনে নিন

  • নিম পাতা বেটে মধু ও অ্যালোভেরা জেল মিশিয়ে চুলের গোড়ায় লাগালেও উপকার পাবেন।
  • নিম পাতা ফোটানো পানি দিয়ে শ্যাম্পু শেষে চুল ধুয়ে নিতে পারেন। প্রাকৃতিক কন্ডিশনারের কাজ করবে এটি।

তথ্য: স্টাইল ক্রেজ 

তথ্য: স্টাইল ক্রেজ