চুল মজবুত করবে ক্যাস্টর অয়েলের ৩ হেয়ার প্যাক

স্বাস্থ্যোজ্জ্বল চুলের জন্য নিয়মিত ক্যাস্টর অয়েল ব্যবহারের বিকল্প নেই। এটি চুলের গোড়া মজবুত করে ও চুলের বৃদ্ধি বাড়ায়। জেনে নিন তিনভাবে চুলে ক্যাস্টর অয়েল ব্যবহারের উপায়।  

ক্যাস্টর অয়েল
ক্যাস্টর অয়েল, মেথি ও অ্যালোভেরা
২ চা চামচ মেথি গুঁড়ার সঙ্গে ২ চা চামচ ক্যাস্টর অয়েল ও আধা কাপ অ্যালোভেরা জেল মেশান। মিশ্রণটি চুলের আগা থেকে গোড়া পর্যন্ত লাগান। শাওয়ার ক্যাপ পরে নিন। ২ ঘণ্টা অপেক্ষা করে মাইল্ড শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলুন চুল। এটি কেবল চুল ঝলমলে করতে সাহায্য করবে না, পাশাপাশি বাড়াবে চুলের বৃদ্ধি।
ক্যাস্টর অয়েল, অলিভ অয়েল ও ভিটামিন ই অয়েল
একটি বাটিতে ১ টেবিল চামচ ক্যাস্টর অয়েল নিন। দুটি ভিটামিন ই ক্যাপসুলের তেল ও ১ টেবিল চামচ অলিভ অয়েল মেশান। মিশ্রণটি ভালো করে ম্যাসাজ করুন চুলের গোড়া থেকে আগা পর্যন্ত। আধা ঘণ্টা অপেক্ষা করে কুসুম গরম পানি দিয়ে চুল ধুয়ে ভেষজ শ্যাম্পু ব্যবহার করুন। সপ্তাহে দুইবার ব্যবহার করতে পারেন হেয়ার প্যাকটি। চুলের গোড়ায় রক্ত সঞ্চালন বাড়ায় এই তেলের মিশ্রণ। ফলে চুল বাড়ে দ্রুত।
আমন্ড অয়েল ও ক্যাস্টর অয়েল
সমপরিমাণ ক্যাস্টর অয়েল ও আমন্ড অয়েল একসঙ্গে মিশিয়ে চুলের গোড়ায় ম্যাসাজ করুন। সম্পূর্ণ চুলে লাগান ধীরে ধীরে। আধা ঘণ্টা অপেক্ষা করুন ভেষজ শ্যাম্পু দিয়ে ধুয়ে নিন চুল। চুল হবে মজবুত ও ঝলমলে।

তথ্য: গ্লোপিঙ্ক