ত্বকের রোদে পোড়া দাগ দূর করে মসুর ডাল

প্রোটিনসমৃদ্ধ মসুর ডাল ত্বকের যত্নে অনন্য। মসুর ডাল গুঁড়া করে সামান্য পানি মিশিয়ে ত্বকে ঘষে ঘষে লাগাতে পারেন। ত্বক হবে নরম ও কোমল। পাশাপাশি দূর হবে ত্বকের মরা চামড়া। এছাড়া ত্বকের রোদে পোড়া দাগ দূর করতেও জুড়ি নেই এই ডালের। জেনে নিন কয়েকটি ফেসপ্যাক সম্পর্কে।

How-To-Use-Red-Lentils-To-Remove-Tan-From-Your-Skin-1

  • ১ টেবিল চামচ মসুর ডাল গুঁড়ার সঙ্গে আধা চা চামচ হ অলুদ গুঁড়া, ১ টেবিল চামচ টক দই ও ১ টেবিল চামচ বেসন একসঙ্গে মিশিয়ে পেস্ট তৈরি করুন। মিশ্রণটি ত্বকে লাগিয়ে রাখুন। শুকিয়ে গেলে কুসুম গরম পানি দিয়ে ধুয়ে ফেলুন।
  • ১ চা চামচ মসুর ডাল গুঁড়ার সঙ্গে ১ চা চামচ মধু মিশিয়ে ত্বকে লাগান। ফেসওয়াশ দিয়ে ত্বক ধুয়ে মুছে তারপর লাগান ফেসপ্যাকটি। শুকিয়ে গেলে সামান্য পানি ছিটিয়ে ঘষে নিন। ঠাণ্ডা পানি দিয়ে ধুয়ে ফেলুন ত্বক। মরা চামড়া দূর করার পাশাপাশি শুষ্ক ত্বকে প্রাণ নিয়ে আসবে মিশ্রণটি।
  • ২ টেবিল চামচ মধু, ২ টেবিল চামচ মসুর ডাল গুঁড়া ও ২ টেবিল চামচ ছোলার ডাল গুঁড়া এক সঙ্গে মিশিয়ে নিন। মিশ্রণটি না শুকানো পর্যন্ত ত্বকে লাগিয়ে রাখুন। শুকিয়ে গেলে ঠাণ্ডা পানি দিয়ে ধুয়ে ফেলুন।

তথ্য: গ্লোপিঙ্ক