যে ৪ স্থানে ফোন রাখবেন না

সকালে ঘুম থেকে ওঠার পর থেকে রাতে ঘুমানোর আগ পর্যন্ত সে গ্যাজেটটি আমাদের সার্বক্ষণিক সঙ্গী, সেটি হচ্ছে মুঠোফোন। প্রযুক্তি নির্ভর এই যুগে মোবাইল ছাড়া আমাদের চলে না একটি মুহূর্তও। তবে মোবাইল ফোন এমনভাবে ব্যবহার করা চাই যেন সেটা শারীরিক ক্ষতির কারণ না হয়ে দাঁড়ায়। পাশাপাশি প্রিয় ফোনটিও যেন ভালো অবস্থায় দীর্ঘদিন ব্যবহার করা যায় সেজন্য নির্দিষ্ট কিছু জায়গায় ফোন না রাখাই ভালো।

cell-news-750x369
পকেট
প্যান্ট কিংবা শার্টের পকেটে মোবাইল ফোন রাখবেন না। বিশেষজ্ঞদের মতে, শরীরের সংস্পর্শে আসে এমন কোথাও ফোন রাখা একেবারেই উচিৎ নয়। এতে শরীরের বিভিন্ন অংশে ব্যথাসহ নানা ধরনের অসুস্থতার মুখোমুখি হতে পারেন অদূর ভবিষ্যতে। ফোন থেকে আসা র‍্যাডিয়েসন থেকে শরীরের এ ধরনের ক্ষতি হয়।  

বালিশের নিচে


অনেকে ঘুমানোর সময় বালিশের নিচে রেখে দেন সবসময়ের সঙ্গী প্রিয় মুঠোফোন। এটি একেবারেই অনুচিত। চার্জ দেওয়া অবস্থায় রাখলে ফোন যেমন গরম হয়ে যায়, তেমনি হুটহাট ভাইব্রেশনে ক্ষতি হয় ঘুমের। ফোন থেকে আসা র‍্যাডিয়েসনও শরীরের জন্য যথেষ্ট ক্ষতিকর। ঘুমের সময় আশেপাশে ফোন না রেখে তাই দূরে কোথাও রাখুন।
বাথরুম
অনেকে বাথরুমে ফোন নিয়ে যান। অনেকে বার চার্জ দেন বাথরুমে। এটি উচিৎ নয়। বাথরুমে থাকা বাষ্প ফোনের দীর্ঘমেয়াদী ক্ষতি করতে পারে।
গাড়ির ড্যাশবক্স
ড্যাশবক্সে ফোন রাখলে অতিরিক্ত গরম হয়ে যায়। সরাসরি সূর্যের আলো পড়ার কারণে বেড়ে যায় র‍্যাডিয়েসন লেভেল, যা আমাদের শরীরের জন্য ক্ষতিকর।

তথ্য: টাইমস অব ইন্ডিয়া