ঠোঁট ফাটছে?

শীত না আসলেও হুটহাট হিমেল বাতাসের পরশ টের পাওয়া যাচ্ছে বেশ। প্রকৃতির এই পরিবর্তনে শুষ্ক হতে শুরু করেছে ত্বক। বিশেষ করে ঠোঁটে শীতের ছোঁয়া লাগতে শুরু করে একটু আগেভাগেই। পুরো শীতকালজুড়েই সুন্দর ও মসৃণ ঠোঁট পেতে চাইলে যত্ন নেওয়া শুরু করুন এখন থেকেই।

27404_FVBHJJUYH
গোলাপের পাপড়ি

৫/৬টি গোলাপের পাপড়ি সারারাত ভিজিয়ে রাখুন আধা কাপ দুধে। পরদিন পাপড়ি বেটে সামান্য দুধ মিশিয়ে ঠোঁটে লাগান। ১৫ থেকে ২০ মিনিট অপেক্ষা করে ঠাণ্ডা পানি দিয়ে ধুয়ে ফেলুন।
লেবু ও মধু
১ টেবিল চামচ মধুর সঙ্গে আধা চা চামচ লেবুর রস মিশিয়ে ঠোঁটে লাগান। পরিষ্কার ঠোঁটে মিশ্রণটি লাগিয়ে রাখুন ২০ মিনিট। কুসুম গরম পানি দিয়ে ধুয়ে লিপবাম লাগান।  
গ্লিসারিন ও লেবু
একটি লেবুর রসের সঙ্গে কয়েক ফোঁটা গ্লিসারিন মিশিয়ে মুখবন্ধ বয়ামে রেখে দিন। চাইলে ফ্রিজে রাখতে পারেন। ঠোঁট শুষ্ক হয়ে গেলে ভ্যাসলিনের মতো ব্যবহার করতে পারেন মিশ্রণটি। ঠোঁট নরম ও কোমল হবে। ১ সপ্তাহ পর্যন্ত সংরক্ষণ করা যাবে লেবু ও গ্লিসারিনের এই মিশ্রণ।  
কফি, মধু, লেবু
আধা চা চামচ কফি পাউডারের সঙ্গে আধা চা চামচ মধু, ১ চা চামচ চিনি ও অর্ধেকটি লেবুর রস মেশান। মিশ্রণটি ঠোঁটে ঘষুন ৫ মিনিট। ঠাণ্ডা পানি দিয়ে ধুয়ে ফেলুন। প্যাকটি মরা চামড়া দূর করার পাশাপাশি নরম ও মসৃণ করবে ঠোঁট।

তথ্য: গ্লোপিঙ্ক