ত্বক থেকে কালির দাগ দূর করবেন যেভাবে

অসাধানতাবশত কলমের কালি লেগেছে হাতে? জেনে নিন ঝামেলা ছাড়াই ঝটপট কীভাবে দূর করবেন কালির দাগ।

before-after-remove-ink-stain-6-600x400

  • সামান্য শ্যাম্পু লাগিয়ে নিন কালি লাগা ত্বকে। কিছুক্ষণ অপেক্ষা করে পেপার টাওয়েল দিয়ে ঘষে উঠিয়ে ফেলুন।
  • কালির দাগের উপর সাদা টুথপেস্ট লাগিয়ে আঙুল দিয়ে ঘষুন। ২ মিনিট অপেক্ষা করে কাপড় দিয়ে মুছে নিন।
  • চিনি, অলিভ ইয়েল ও বেকিং সোডা মিশিয়ে পেস্ট তৈরি করুন। মিশ্রণটি ত্বকে লাগা কালির উপর কিছুক্ষণ ঘষে পরিষ্কার করে ফেলুন। দূর হবে দাগ।
  • একটি লেবু অর্ধেক করে কেটে কালির উপর ঘষুন। কয়েক মিনিট পর পেপার টাওয়েল দিয়ে মুছে নিন ত্বক।
  • মেকআপ রিমুভার তুলায় লাগিয়ে ঘষে উঠিয়ে ফেলতে পারেন কালির দাগ।
  • নেইল পলিশ রিমুভার ও রাবিং অ্যালকোহলের সাহায্যেও ওঠানো যায় শক্তিশালী কালির দাগ। তুলার টুকরা ভিজিয়ে ঘষে ঘষে ওঠাতে হবে।

তথ্য: ফ্যাব হাউ