শেষ হলো ১৫তম জাতীয় ফার্নিচার মেলা

Pic-1শেষ হলো পাঁচ দিনব্যাপী দেশীয় ফার্নিচার শিল্পের সর্ববৃহৎ প্রদর্শনী ১৫তম জাতীয় ফার্নিচার মেলা। ‘আমার দেশ আমার আশা, দেশীয় ফার্নিচারে সাজাবো বাসা’ এ স্লোগান নিয়ে গত ১৬-২০ অক্টোবর রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরার গুলনকশা ও পুষ্পগুচ্ছ হলে এ মেলা অনুষ্ঠিত হয়।

মেলার সমাপনী অনুষ্ঠানে চিত্রাঙ্কণ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করা হয়। ১২৮ অংশগ্রহণকারীর মধ্যে শীর্ষ ১০ আঁকিয়ের হাতে পুরস্কার তুলে দেন বাংলাদেশ ফার্নিচার শিল্প মালিক সমিতির চেয়ারম্যান সেলিম এইচ রহমান।

এছাড়াও মেলার প্যাভিলিয়ন সৌন্দর্য ক্যাটাগরিতে প্রথম পুরস্কার লাভ করেন হাতিল কমপ্লেক্স লিমিটেড, দ্বিতীয় পুরস্কার পান ব্রাদার্স ফার্নিচার লিমিটেড এবং তৃতীয় পুরস্কার যৌথ ভাবে পান পারটেক্স ফার্নিচার ইন্ডাস্ট্রিজ লিমিটেড ও নাদিয়া ফার্নিচার লিমিটেড।

এবারের মেলায় দেশীয় প্রতিষ্ঠানের তৈরি আন্তর্জাতিক মানের আসবাবগুলোই ক্রেতাদের আকর্ষন বেশি করেছে। ডিজাইনে বৈচিত্র এবং মূল্যছাড়ের কারনে বিক্রিও বেশি হয়েছে বলে জানালেন আয়োজকেরা।

মেলায় ফার্নিচার ব্র্যান্ড নাদিয়া, হাতিল, ব্রাদার্স, আক্তার, পারটেক্স, অ্যাথেনাস, ওমেগা হোম সলিউশন, জামান ফার্নিচার, ইজি ফার্নিচার, শাহনাজ ফার্নিচার, নিউ অ্যান্টিক, রিগ্যালসহ ৪৭টি প্রতিষ্ঠান অংশ নেয়। মেলা উপলক্ষে প্রায় সব প্রতিষ্ঠানই পাঁচ থেকে ২৫ শতাংশ পর্যন্ত মূল্যছাড় দিয়েছে।

মেলায় ছুটির দিনগুলোতে ক্রেতা-দর্শনার্থীর উপচেপড়া ভিড় ছিল। স্টলগুলোয় সর্বনিম্ন এক হাজার পঞ্চাশ টাকা থেকে সর্বোচ্চ ২০ লাখ টাকার আসবাব ছিল। মেলায় স্প্রিংযুক্ত ম্যাট্রেস, কম্বল, বালিশ, কুশনের বিক্রি তুলনামূলক বেশি ছিল।