গ্রিন টি ব্যাগের আরও ব্যবহার

ব্যবহৃত ও অব্যবহৃত গ্রিন টি ব্যাগ কাজে লাগাতে পারেন বিভিন্নভাবে। জেনে নিন গ্রিন টি ব্যাগের কিছু গৃহস্থালি ব্যবহার।  

Re-use-Of-green-tea-bags

  • গ্রিন টি ব্যাগ গরম পানিতে ডুবিয়ে উঠিয়ে নিন। অতিরিক্ত পানি ঝরিয়ে ঠাণ্ডা করুন। চোখের উপর ১০ মিনিট দিয়ে রাখুন টি ব্যাগ। ডার্ক সার্কেল ও চোখের ফোলা ভাব কমবে।
  • ফ্রিজের দুর্গন্ধ দূর করতে একটি অব্যবহৃত ও শুকনা টি ব্যাগ রেখে দিন ফিজের তাকে।
  • ব্যবহৃত টি ব্যাগ থেকে পা পাতা বের করে শুকিয়ে নিন। শুকনা চা পাতা কার্পেটের উপর ছড়িয়ে অপেক্ষা করুন। ১০ মিনিট পর ভ্যাকুয়াম ক্লিনার দিয়ে পরিষ্কার করে ফেলুন। কার্পেটের দুর্গন্ধ ও ময়লা দূর হবে।
  • হাত থেকে কাঁচা মাছ কিংবা পেঁয়াজ-রসুনের গন্ধ দূর করতে হাতে ঘষে নিন ব্যবহৃত টি ব্যাগ।
  • ফ্রিজে রাখা ঠাণ্ডা গ্রিন টি ত্বকে স্প্রে করতে পারেন। এটি প্রাকৃতিক টোনার হিসেবে কাজ করবে।
  • গ্রিন টি লিকার দিয়ে পরিষ্কার করুন আয়না।
  • জুতার দুর্গন্ধ দূর করতে শুকনা টি ব্যাগ রেখে দিন ভেতরে।
  • জৈব সাব হিসেবে ব্যবহার করতে পারেন ব্যবহৃত চা পাতা।
  • গ্রিন টি লিকারে পা ডুবিয়ে রাখুন। দূর হবে ক্লান্তি।

তথ্য: কেয়ার টু